ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাড়িবহরে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৭, ২১ জুন ২০১৭

গাড়িবহরে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টুর কারামুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। অবিলম্বে কারাবন্দী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টুর মুক্তি দাবি করে রিজভী বলেন, কথায় কথায় মামলা-গ্রেফতার বন্ধ করতে হবে। কারাগারের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, কারাগারগুলো এখন মৃত্যু চেম্বারে পরিণত হয়েছে। অপরাধীদের জন্য নয়, এই কারাগার হচ্ছে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, তাদের ধরে ধরে ভরে রাখার জন্য। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদের নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উসকানিতে তা করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ মনে করেছে, মহাসচিবের গাড়িবহরে হামলার মধ্য দিয়ে বিএনপি ভয় পেয়ে যাবে। তারা যেভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে কাওরান বাজারে হামলা করেছিল, নারায়ণগঞ্জে হামলা করেছিল সেভাবেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলা করেছে। প্রধানমন্ত্রীর ওপর আমার আর বিশ্বাস নেই- ফারুক চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলার ঘটনার পর আশা করেছিলাম প্রধানমন্ত্রী তদন্ত করার নির্দেশ দিবেন এবং দুই-চারজনকে গ্রেফতার করা হবে। প্রধানমন্ত্রীর উচিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এমন নির্দেশ দেয়া। কিন্তু তিনি সেটা করেননি। তাই প্রধানমন্ত্রীর ওপর আমার আর বিশ্বাস নেই। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।
×