ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিটি শিশুকে জনসম্পদ হিসেবে গড়তে হবে ॥ রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৭:৩৭, ২১ জুন ২০১৭

প্রতিটি শিশুকে জনসম্পদ হিসেবে গড়তে হবে ॥ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার শিশুশ্রম বন্ধে এবং তাদের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য অভিভাবক, নিয়োগকারী সংস্থা সুশীল সমাজ, গণমাধ্যম, শ্রম সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘প্রচলিত বা অপ্রচলিত এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতিটি শিশুকে একজন আদর্শ জনসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক’। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসর। রাষ্ট্রপতি শিশুশ্রম বন্ধে সুষ্ঠু কর্মপরিকল্পনা বা নীতিমালা এবং পাশাপাশি সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন। জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ আলোচনার সভা আয়োজন করে। এর বছর দিবসটির প্রতিপাদ্য ‘সঙ্কট, দুর্যোগ যাই হোক, শিশুশ্রম বন্ধ হোক’। তিনি বলেন, শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে জাতীয় শিশুশ্রম নিরসননীতি ২০১০ প্রণয়ন করেছে, পাশাপাশি শিশুদের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে ২০০৩ সাল থেকে পরবর্তী ১০ বছরের শিশুশ্রম প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। অনুষ্ঠানে মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আমীরুল ইসলাম, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি প্রমুখ।
×