ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ইমামের ছুরিকাঘাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০৬:৩৯, ২১ জুন ২০১৭

মাগুরায় ইমামের ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ জুন ॥ আনোয়ার হোসেন নামে এক ইমামের ছুরিকাঘাতে তার স্ত্রী আছিয়া খাতুন (২২) খুন হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার সকালে মানিকগঞ্জে আছিয়া খাতুনের মৃত্যু হয়। আনোয়ার হোসেন মাগুরা উপজেলার বেরইল পলিতা গ্রামের লাল মহম্মদের ছেলে। জানা যায়, মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে শ্বশুর মুকুল মুন্সির বাড়িতে থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীকোল গ্রামের মসজিদে ইমামতি করতেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন যৌতুকের দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আছিয়া খাতুনকে নানাভাবে নির্যাতন করতেন। যৌতুক ও নির্যাতনের অভিযোগে সম্প্রতি অছিয়া খাতুন স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলায় কদিন জেলে থাকার পর আনোয়ার হোসেন লক্ষ্মীকোল মসজিদের পাশে বসবাস শুরু করেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম বাড়িয়ালা গ্রামে শ্বশুরবাড়িতে এসে আনোয়ার হোসেন স্ত্রী আছিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাকে প্রথমে মাগুরা হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সর্বশেষ ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জে মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। নেত্রকোনায় দোকানি নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, পূর্বধলা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক মনিহারি দোকানি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম তহজ্জত আলী ওরফে ছুট্টু মিয়া (৫০)। তার বাড়ি আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে। সোমবার রাতে গ্রামের বালিয়া গোদারাঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীকে আটক করেছে। জানা গেছে, তহজ্জত আলী তার বাড়ির পাশের বালিয়া গোদারাঘাটে মনিহারি ব্যবসা করে আসছিলেন। ১০-১২ দিন আগে একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সাদেক মিয়া তার দোকান থেকে ১২০ টাকার পণ্য বাকিতে কিনেন। সোমবার রাতে তহজ্জত আলী পাওনা টাকা চাইতে গেলে সাদেক মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মিয়া তার লোকজন নিয়ে তহজ্জত আলীকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সাদেক মিয়া পালিয়ে যায়। গাইবান্ধায় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জে ছাপড়হাটি ইউনিয়নের ছাপড়হাটি গ্রামে পুকুর থেকে রবিউল ইসলাম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ পুলিশ। জানা গেছে, রবিউল ইসলামকে গত রবিবার ইফতারের পর কে বা কারা মোবাইল ফোনে ডেকে নেয়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর দুইদিন পর মঙ্গলবার রবিউলের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। রবিউল ওই গ্রামের মৃত আছির উদ্দিন আকন্দের ছেলে।
×