ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই গরু ব্যাপারি নিহত

প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুন ২০১৭

ঝিনাইদহের খোশালপুর  সীমান্তে বিএসএফের গুলিতে দুই গরু ব্যাপারি নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২০ জুন ॥ মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই গরু ব্যাপারি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সীমান্তের ওপারে কুমারী ক্যাম্পের বিএসএফের গুলিতে তারা নিহত হয়। নিহতরা হলো, উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে সোহেল তরফদার (২০) ও শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে হারুন (২২)। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে সকাল ৯টার দিকে একদল গরু ব্যাপারি অবৈধভাবে ভারতে গরু আনতে যায় এবং সকাল ১০টার দিকে তারা গরু নিয়ে ফিরছিল। ফেরার পথে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল তরফদার ও হারুন ঘটনাস্থলেই নিহত হয়। পরে ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফরা লাশ ২টি নিয়ে যায়। খোশালপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের জানান, বিষয়টি তারা লোকমুখে জানতে পেরে খোঁজখবর নেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহ ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেঃ কর্নেল জিল্লুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে ’আপনারা যা শুনেছেন, আমিও তাই শুনেছি’। বিএসএফএ’র গুলিতে দুই বাংলাদেশী গরু ব্যাপারি ভারতের ভিতরে মারা গেছে। ঘটনাটি জানার পর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। বিজিবি-বিএসএফ’র মধ্যে ফ্লাগ মিটিংও আহ্বান করা হয়েছে।
×