ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ জেলায় পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না

প্রকাশিত: ০৬:২৩, ২১ জুন ২০১৭

পাঁচ জেলায় পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজারে পাহাড় সংরক্ষণে জনস্বার্থ-সংশ্লিষ্ট ছয়টি মামলার রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশিত তৎপরতা নেই বললেই চলে। রায় প্রদানের পর কেটে গেছে বেশ কয়েক বছর। প্রতিবছরই বর্ষা মৌসুমে পাহাড়ে বাড়ছে মৃত্যুর মিছিল। তবুও কর্তৃপক্ষের এ উদাসীনতা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। পাহাড় দখলে ক্ষমতাধর ব্যক্তিদের স্বার্থ জড়িত থাকায় এ সুযোগে কক্সবাজারে পাহাড় কাটার হারও বেড়ে গেছে। গত সাত বছরে পাহাড় ধসে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সর্বশেষ ১৪ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাংয়ে পাহাড় ধসে মাটিচাপায় দুজন নিহত হয়েছে। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে কমপক্ষে ১৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পাহাড় রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত পাঁচ বছরে উচ্চ আদালতে ছয়টি মামলা করেছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে একটি। নিষ্পত্তিকৃত মামলায়ও আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। মামলার রায় পর্যালোচনা ও অনুসন্ধানে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড় কাটা বন্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পাঁচ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ ১৪ জনকে বিবাদী করে হাইকোর্টে রিট করে বেলা। এর পরিপ্রেক্ষিতে এ পাঁচ জেলায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয় আদালত। ২০১২ সালের ২৩ আগস্ট সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসাইনের বেঞ্চ এ নির্দেশনা দেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিভাগের কোথাও পাহাড় কাটা বন্ধ হয়নি। নেয়া হয়নি পাহাড় দখলকারী প্রভাবশালীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা। এছাড়া কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ১২৪ দশমিক ৩৫ একর রক্ষিত বন ও ঘোষিত প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (ইসিএ) থেকে ৫১ একর বনভূমিতে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্দেশে বরাদ্দ দেয় জেলা প্রশাসন। এভাবে পাহাড় কেটে আবাসন নির্মাণের বিরুদ্ধে রিট করে বেলা। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৮ জুন বরাদ্দ বাতিল, পাহাড় বা পাহাড়ের কোন অংশ কর্তন না করা, রক্ষিত বন এলাকায় সব ধরনের স্থাপনা উচ্ছেদ এবং বন ধ্বংস না করতে আদেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ যথাযথ বাস্তবায়ন না হওয়ায় ১২ সরকারী কর্মকর্তার নামে আদালত অবমাননার মামলা দায়ের করে বেলা। পরবর্তীতে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন স্বশরীরে আদালতে হাজির হয়ে রায় বাস্তবায়নের জন্য সময় প্রার্থনা করেন এবং তিন মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিলের অঙ্গীকার করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। অথচ পরে জেলা প্রশাসকের পক্ষে রিভিউ আবেদন করা হয়। যদিও তা খারিজ করে দেন আপীল বিভাগ। তার পরও বর্তমানে ওই এলাকায় পাহাড় ও গাছ কেটে স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর কিংবা প্রশাসনের আইনগত ব্যবস্থা নেয়ার কথা প্রায়ই শুনি। আসলে প্রভাবশালী কারও বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় না, নেয় শুধু অসহায় মানুষের বিরুদ্ধে। তবে রায় বাস্তবায়ন না হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান জেলা প্রশাসক আলী হোসেন। তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি আদালতের রায় বাস্তবায়নে।’ ‘তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়’ বলে জানান তিনি। এ প্রসঙ্গে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেলার পাঁচটি মামলার অধিকাংশের রায় বাস্তবায়ন হয়নি। সংবিধানের ম্যান্ডেট হলো আদালতের রায় বাস্তবায়ন। তা না হলে বিকল্প কোন পথ থাকে না। রায় বাস্তবায়ন না করায় ইতোমধ্যে কক্সবাজারের জেলা প্রশাসকসহ ১২ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। অন্যদিকে এইচআরপিবির সভাপতি এ্যাডভোকেট মনজিল মোরশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের পাহাড় সংরক্ষণ নিয়ে আইন আছে, আদালতে নির্দেশনা আছে, কিন্তু বাস্তবায়ন নেই। স্থানীয় সরকারী কর্মকর্তাদের ব্যর্থতার কারণেই আজকে এতগুলো মানুষের প্রাণ গেল। এখন তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা উচিত। তার সংগঠন আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। হাইকোর্টে গত পাঁচ বছরে পাহাড় সংরক্ষণ নিয়ে যে ছয়টি জনস্বার্থ-সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছে, সেগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় কাটা বন্ধ, পাহাড় কেটে গড়ে তোলা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প বন্ধ, পাহাড়ে বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প বন্ধ, পাহাড় কেটে গড়ে ওঠা উত্তরণ আবাসন প্রকল্প বাতিল, কক্সবাজার শহরে সিটি কলেজ এলাকায় পাহাড় কাটা বন্ধ ও কক্সবাজার জেলায় পাহাড় কাটা বন্ধ উল্লেখযোগ্য। আদালতের রায় বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন করলে পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জনকণ্ঠকে বলেন, পাহাড় কাটা ঠেকাতে গত চার বছরে তিনি দুই শতাধিক মামলা করেছেন। কিন্তু কিছুতেই এ অপতৎপরতা থামানো যাচ্ছে না।
×