ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঈদ আয়োজনে বেঙ্গলের পাঁচ অডিও এ্যালবাম

প্রকাশিত: ০৬:২২, ২১ জুন ২০১৭

ঈদ আয়োজনে বেঙ্গলের পাঁচ অডিও এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ নতুন পোশাকের বাইরেও ঈদ উৎসবকে ঘিরে থাকে নানা আয়োজন। চলছে এ উৎসব উদ্যাপনের নানা প্রস্তুতি। সেই প্রস্তুতিতে আলোড়িত হয়েছে সঙ্গীত ভুবন। তাই রোজার মাসের বিভিন্ন সময়ে দিনে নানা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসেছে নবীন-প্রবীণ কণ্ঠশিল্পীদের সঙ্গীত সংকলন। সেই স্রোতধারায় যুক্ত হয়েছে সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন। বাংলা গানের বিপুল সম্ভারকে শ্রোতার কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি এ ঈদে প্রকাশ করেছে নতুন কিছু গান। জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীদের কণ্ঠে ধারণকৃত পাঁচটি এ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল। বৈচিত্র্যময় সেসব সঙ্গীত সংকলনে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদের গানের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক গান ও যন্ত্রসঙ্গীতের সুর মূর্ছনা। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান দিয়ে সাজানো হয়েছে সুরের বাঁধনে শিরোনামের এ্যালবামটি। এ সংকলনে কণ্ঠ দিয়েছেন বুলবুল ইসলাম ও শ্রাবণী সেন। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। শ্রাবণী সেনের গাওয়া গানগুলো হলো- ‘বঁধু, মিছে রাগ কোরো না’, ‘আমার মন মানে না’ ও ‘তুমি একটু কেবল’। বুলবুল ইসলাম কণ্ঠ দিয়েছেন ‘সেই ভালো সেই ভালো’, ‘আমি তোমার প্রেমে হব’ ও ‘মনে রবে কি না’ গানগুলোতে। দ্বৈতকণ্ঠে তারা নিবেদন করেছেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’ ও ‘ভালোবাসি ভালোবাসি’। রবীন্দ্রসঙ্গীতে সাজানো নবীন প্রতিশ্রুতিশীল শিল্পী সেমন্তী মঞ্জুরীর কণ্ঠে ধারণকৃত এ্যালবামের শিরোনামে দেখো রে চিত্তকমলে। প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রানুষঙ্গ পরিচালনায় এ্যালবামের গানগুলো হলোÑ ‘আমি যখন তাঁর দুয়ারে’, ‘বাহির পথে বিবাগী হিয়া’, ‘আমি তারেই খুঁজে বেড়াই’, ‘লুকিয়ে আস আঁধার রাতে’, ‘বিমল আনন্দে জাগো রে’, ‘দুঃখ যদি না পাবে তো’, ‘কার মিলন চাও বিরহী’ ও ‘আপনারে দিয়ে রচিলি রে’। পঞ্চকবির তিন কবি অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্তের গান গেয়েছেন সিফায়েত উল্লাহ মুকুল। মোদের মোদের গরব মোদের আশা শিরোনামের সংকলনটিতে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামে ঠাঁইপ্রাপ্ত অতুলপ্রসাদের গানগুলো হলোÑ ‘মোদের গরব মোদের আশা’, ‘মম মনের বিজনে’, ‘মুরলী কাঁদে’, ‘মোরা নাচি ফুলে ফুলে’ ও ‘কে গো গাহিলে পথে’। দ্বিজেন্দ্রলাল রায়ের গান দুটির শিরোনাম হলোÑ ‘বেলা ব’য়ে যায়’ ও ‘আজি তোমার কাছে’। সংকলনে রজনীকান্তের গানের মধ্যে রয়েছে ‘সখিরে মরম পরশে’, ‘ধীরে ধীরে মোরে’ ও ‘প্রেমে জল হয়ে যাও গলে’। ভুল করে ভালোবেসেছি শিরোনামের আধুনিক গানের এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। গোলাম মোর্শেদের কথায় সুর দিয়েছেন লাকী আখন্দ, নিপো, সজীব দাশ, ও ফাহমিদা নবী। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। এ্যালবামে রয়েছে ‘কে তুমি’, ‘যতো কথা’, ‘তোমারই কথা’, ‘ভুল করে ভলোবেসেছি’, ‘যা চলে যা’, ‘বিষণœতা’, ‘জানতে চেয়ো না তুমি’, ‘মনে পড়ে না’ শীর্ষক আটটি গান। সরোদে সুর মূর্ছনায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন প-িত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এ্যালবামের শিরোনাম রবীন্দ্রসঙ্গীতের সুর। রবীন্দ্রনাথের বহুশ্রুত ৮টি গানের সুর রয়েছে এ এ্যালবামে। সেগুলো হলোÑ ‘প্রথম আদি তব শক্তি’, ‘মহারাজ, একি সাজে’, ‘আজি যত তারা’, ‘আজি বিজন ঘরে’, ‘নীল অঞ্জনঘন’, ‘এবার তোর মরা গাঙে’, ‘যে ছিলো আমার স্বপনচারিনী’ ও ‘মোর বীণা ওঠে’।
×