ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি ক্ষমতায় গেলে সকল হত্যা গুমের বিচার হবে ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:১৬, ২১ জুন ২০১৭

বিএনপি ক্ষমতায় গেলে সকল হত্যা গুমের বিচার হবে ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল হত্যা-গুমের বিচার হবে। গুম-খুনে জড়িতদের ক্ষমা নেই। মঙ্গলবার গুলশানের লেকশোর হোটেলে খুন-গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ভেবেছে আমাদের ভাল নেতাকর্মীদের শেষ করে দিতে পারলেই বিএনপি দুর্বল ও ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর পরিচয় দিয়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদের গুম করে ফেলা হয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবেÑ যাতে করে তারা একদিন ফিরে আসে। খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র‌্যাব-পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা জড়িত। এই গুম-খুনে জড়িতদের কোন দিন ক্ষমা করা হবে না। একদিন না একদিন তাদের বিচারের আওতায় আনা হবে। একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমি আমার সন্তান হারিয়েছি। অপেক্ষা করুন। শীঘ্রই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়। বিএনপি চেয়ারপার্সন বলেন, এই জালেম সরকার বিদায় হলে যারা গুম হয়েছে আমরা তাদের ফিরে পাবÑ এই আশায় আছি। প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি পরিবারকে ক্ষমতা থেকে বিদায় করে দিতে পারলেই গুমের শিকাররা ফিরে আসবে। সেই ব্যবস্থা সবাই মিলে করতে হবে। গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা গুম হয়েছে তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও সন্তানের মতো। তারা বিএনপির হয়ে ভাল কাজ করত। এ জন্যই তাদের গুম করা হয়েছে। খালেদা জিয়া বলেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করেছিল। গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। যেসব র‌্যাব ও পুলিশের সদস্য এসবের সঙ্গে জড়িত, তাদের কোনদিন ক্ষমা করা হবে না। গুম হওয়া ব্যক্তিরা ফেরত না এলেও, বিচার পেলে পরিবারের স্বজনেরা শান্তি পাবে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে জালেম, খুনি ও গুপ্তহত্যাকারী হিসেবেও অভিহিত করেন খালেদা জিয়া। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। ইফতারের পূর্বে গুম-খুনের শিকার নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। পরে তিনি গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্বজনদের ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ইফতার করেন।
×