ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্মিংহাম ওপেনে সিতোলিনার জয়

প্রকাশিত: ০৪:০৪, ২১ জুন ২০১৭

বার্মিংহাম ওপেনে সিতোলিনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিতে গত মাসেই রোম মাস্টার্স জিতেছেন এলিনা সিতোলিনা। তবে সেটা ছিল ক্লে কোর্ট। ঘাসের কোর্টে কোন আসরে ফেবারিট হিসেবে এখন পর্যন্ত বিবেচিত নন তিনি। কিন্তু বার্মিংহামে শুরু হওয়া গ্রাস কোর্ট টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছে তার। প্রথম রাউন্ডে তিনি ব্রিটেনের হিদার ওয়াটসনকে হারিয়ে দিয়েছেন। ২২ বছর বয়সী এ ইউক্রেনের টেনিস তারকা বর্তমান বিশ্বের সেরা দশে থাকা সর্ব কনিষ্ঠ খেলোয়াড়। দুই বছর আগে ইস্টবোর্নে সিতোলিনার বিরুদ্ধে ঘাসের কোর্টে সর্বশেষবার মুখোমুখি হয়েছিলেন ওয়াটসন। সেবার জিতে গিয়েছিলেন এ ব্রিটিশ তারকা। এবারও সিতোলিনার বিরুদ্ধে জয় পাওয়ার লক্ষ্যেই নেমেছিলেন তিনি। অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দলের সুফিয়া কামাল সম্মাননা লাভ স্পোর্টস রিপোর্টার ॥ অ-১৬ মহিলা ফুটবল দল এখন প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান সফরে। সেখানে গিয়ে তারা প্রথম ম্যাচে হারলেও দেশ থেকে একটা সুখবর পেয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ তাদের দিয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বেগম সুফিয়া কামাল সম্মাননা। মঙ্গলবার সকালে বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের জন্য দেয়া হয় এই এ্যাওয়ার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মহিলা ফুটবল দলের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
×