ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০তে একঝাঁক নতুন মুখ নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি ইংলিশরা

প্রকাশিত: ০৪:০৩, ২১ জুন ২০১৭

টি২০তে একঝাঁক নতুন মুখ নিয়ে প্রোটিয়াদের মুখোমুখি ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে এবার টি২০তে মুখোমুখি হচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনে তিনম্যাচের সিরিজের প্রথমটি আজই। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই সিরিজ জয়ের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে সেমিফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয় ইংলিশরা। তাই সেমিফাইনালে খেলার স্বাদ নিয়ে এবার প্রোটিয়াদের বিপক্ষে টি২০ সিরিজ শুরু করবে ইয়ন মরগানের দল। পক্ষান্তরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজে পাঁচ নতুন মুখ অন্তর্ভুক্ত করে দল সাজিয়েছে ইংল্যান্ড। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন, বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মালান, ডানহাতি মিডিয়াম পেসার টম কারান, ক্রেইগ ওভারটন ও লেগস্পিনার ম্যাসন ক্রেইন। বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ জো রুট, মঈন আলী, আদিল রশিদ, জ্যাক বল ও বেন স্টোকসের মতো তারকাদের। অভিজ্ঞদের বিশ্রাম দিলেও দলে থাকা খেলোয়াড়রা ভাল খেলার সার্মথ্য রাখেন বলে জানিয়েছেন অধিনায়ক মরগান, ‘নিয়মিত খেলোয়াড়রা অনেকেই বিশ্রামে। তবে আমাদের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী। নিজেদের প্রমাণ করার এটিই সবচেয়ে বড় সুযোগ। নিজেদের সেরাটা দিতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ভাল ফল করার সামর্থ্য আমাদের রয়েছে। সিরিজ জয়ের জন্য শুরুটা ভাল করাই আমাদের প্রধান লক্ষ্য।’ ইংল্যান্ডের মতো টি২০ দলে ব্যাপক পরিবর্তন রেখেছে দক্ষিণ আফ্রিকাও। অভিজ্ঞ পাঁচ খেলোয়াড় হাশিম আমলা, উইকেটরক্ষক কুইন্ট ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস ও কাগিসো রাবাদাকে বাইরে রেখে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। মূলত আসন্ন চারম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখেই অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে দু’দল।
×