ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভাগ্যে থাকলে বিশ্বকাপ জিতবে মেসি ॥ পেলে

প্রকাশিত: ০৩:৫৯, ২১ জুন ২০১৭

ভাগ্যে থাকলে বিশ্বকাপ জিতবে মেসি ॥ পেলে

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন ধরেই মন্দভাগ চলছে আর্জেন্টিনার। সেই ১৯৮৬ সালের পর দেশটি জিততে পারেনি বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে গিয়েও লিওনের মেসির দল ছুঁতে পারেনি স্বপ্নের ট্রফি। এরপর টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে হেরেছে দিয়াগো ম্যারাডোনার দেশ। বর্তমানে বিশ্বকাপ বাছাই ফুটবলে বেহাল দশা আর্জেন্টিনার। আগামী বছর রাশিয়া বিশ্বকাপে দেশটি খেলতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। এমন অবস্থায় জর্জ সাম্পাওলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে উত্তরণ ঘটানোর স্বপ্ন বুনছে আর্জেন্টিনা। এখন দেশটির প্রধান লক্ষ্য, বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা। এরপর রাশিয়ায় আরেকবার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে শামিল হওয়া। এমন অবস্থায় সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বলেছেন, ২০১৮ বিশ্বকাপ জিততে হলে দলের তারকা খেলোয়াড় মেসি ও নতুন কোচ সাম্পাওলির ভাগ্যের সহায়তা লাগবে। কালো মানিকের মতে, এত বড় আসরে ভাগ্য সহায় না থাকলে সাফল্য পাওয়া কঠিন। আর্জেন্টিনার হয়ে সাফল্য পেতে হলে কোচ সাম্পাওলির জন্য বড় আসরে ভাগ্যের প্রয়োজন বলে অনেকের সঙ্গে একমত পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, আমরা সবাই জানি সে (সাম্পাওলি) অনেক বড় মানের কোচ, এতে কোন সন্দেহ নেই। আর্জেন্টিনার হয়েও তার অবশ্যই একটি লক্ষ্য আছে। আর্জেন্টিনাও সবসময়ই ভাল মানের দল গড়ে। আমি মনে করি এরপরও একটি দলের সাফল্যের পেছনে ভাগ্য একটি বড় বিষয়। এই কারণেই আমি কখনই কোন দলের কোচের দায়িত্বে আসিনি। অনেক সময় দারুণ দল নিয়েও বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয় না। মেসির ক্ষেত্রেও এই বিষয়টি জরুরী বলে মনে করেন পেলে। যত ভাল খেলোয়াড়ই সে হোক না কেন ভাগ্য সহায় না হলে অনেক সময় তার সামনে সর্বোচ্চ ফলটা আসে না। এ কারণেই দেশের হয়ে নিজেকে সর্বকালের সেরা খেলোয়াড় প্রমাণ করতে হলে একটি বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে তুলতে হবে। পেলে বলেন, আমার কাছে মেসি বিশ্বসেরা। সে একজন দারুণ খেলোয়াড়। কিন্তু বিশ্বকাপ জিততে হলে তার ভাগ্যের প্রয়োজন। ২০১৪ সালে রিও ডি জেনিরোতে ফাইনালে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে। ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনার জন্য এটা বড় হতাশার ছিল। শুধু তাই নয়, দলীয় অধিনায়ক হিসেবে লিওনেল মেসিও প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টে দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ হন। আগামী বছর রাশিয়া বিশ্বকাপের টিকেট এখনও নিশ্চিত করতে পারেনি আলবিসেলেস্তারা। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বর্তমানে তাদের অবস্থান পঞ্চম। বাছাইপর্বে নিজেদের ধরে রাখার তাগিদে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ) সেভিয়া থেকে সাম্পাওলিকে দলে ভিড়িয়েছে। মেসি-সাম্পাওলির এখন ভাগ্যের পরশ দরকার বলে মনে করেন পেলে।
×