ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রোনাল্ডোকে কিছুতেই ছাড়বে না রিয়াল’

প্রকাশিত: ০৩:৫৮, ২১ জুন ২০১৭

‘রোনাল্ডোকে কিছুতেই ছাড়বে না রিয়াল’

স্পোর্টস রিপোর্টার ॥ এখন সুখী থাকার কথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রিয়াল মাদ্রিদের। কিন্তু আচমকাই সুখের ঘরে লেগেছে দুখের আগুন। সি আর সেভেন নাকি সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার মনস্থির করেছেন। কিছুতেই থাকবেন না আর গ্যালাক্টিকো শিবিরে। এই খবরে সাম্প্রতিক সময়ে সয়লাব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এখন রাশিয়ায় কনফেডারেশন্স কাপ খেলছেন রোনাল্ডো। তবু তার খেলার খবর বাদ দিয়ে রিয়াল ছাড়ার বিষয়টিই আলোচনার শীর্ষে আছে। গত ক’দিনে এ নিয়ে তুমুল কথা, আলোচনা। কি হবে, সত্যিই কি রোনাল্ডো রিয়াল ছাড়ছেন? তবে যে খবর রটেছিল তাতে কথাটা সত্যিই ছিল। এরপরই নড়েচড়ে বসেছে রিয়াল কর্তৃপক্ষ। ক্লাবটির পুনঃনির্বাচতি সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ জানিয়ে দিয়েছেন, সব সমস্যার সমাধান করা হবে। রোনাল্ডোর সব আবদারও মেটানো হবে। তাকে যে কোন মূল্যে ক্লাবে রাখা হবে। এরপরও অবশ্য পর্তুগাল অধিনায়ককে দলে পেতে অনেক ক্লাব মুখিয়ে আছে। রিয়াল সভাপতি সমর্থকদের আশ্বস্ত করেছেন যে কোন উপায়ে রোনাল্ডোকে দলে রাখা হবে। মঙ্গলবার পেরেজ বলেন, আমি বলতে চাই রোনাল্ডো রিয়ালের খেলোয়াড়। তবে এটা নিশ্চিত যে তার কিছু একটা হয়েছে, কোন বিষয় তাকে প্রভাবিত করেছে। তবে যেটাই হোক আমি নিশ্চিত সে আমাদের সব খুলে বলবে। কনফেডারেশন্স কাপ খেলার জন্য রোনাল্ডো এখন রাশিয়ায়। এ প্রসঙ্গে টেনে পেরেজ বলেন, রোনাল্ডো রিয়ালের গুরুত্বপূর্ণ একজন তারকা। কনফেডারেশন্স কাপের পর তার সঙ্গে আলোচনায় বসব আমরা। অনেকে অভিযোগ করেছেন, টাকা বাড়ানোর জন্য রোনাল্ডো এমন নাটক করছেন। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন পেরেজ। তিনি বলেন, রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার। সে যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় তাহলে সেটা কেবল অর্থের কারণে নয়। মূল ঘটনা যাই হোক না কেন পর্তুগীজ তারকার যাত্রা আটকাতে চায় রিয়াল। সভাপতি বলেন, আমি রোনাল্ডোকে চিনি। সে দারুণ একজন মানুষ। কয়েকদিন ধরে তার ক্লাব ছেড়ে দেয়া নিয়ে বেশ কিছু কথা উঠেছে। তবে যে কোন মূল্যে আমরা তাকে আটকাতে চাই।’ সমালোচকরা বলছেন, এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগের কারণে স্পেন ছেড়ে অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো। তবে সেটাকেও বড় কারণ হিসেবে দেখছেন না পেরেজ। এ বিষয়ে তিনি বলেন, আমরা জানি কর সংক্রান্ত বিষয়টা খুব বড় নয়। সে এই অভিযোগ থেকে দ্রুতই মুক্তি পেয়ে যাবে। যতদূর আমি জানি চুক্তিতে কোন ঝামেলা ছিল না। স্পেনের সরকারী কৌঁসুলিদের অভিযোগ ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনাল্ডো। এমন অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন তারকা এই খেলোয়াড়। তবে সংবাদ মাধ্যমগুলোর খবরÑ স্পেনের কর কর্তৃপক্ষের আচরণে বিষিয়ে ওঠেছে চারবারের বর্ষসেরা এই ফুটবলারের মন। আর এজন্য ছাড়তে চান স্পেন। গত নবেম্বরে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন রোনাল্ডো। অনেকের ধারণা বার্নাব্যু ছাড়লে আবারও ইংলিশ প্রিমিয়ার লীগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। শুধু ম্যানইউ নয়, আরও অনেক ক্লাবই এখন রোনাল্ডোকে পেতে মুখিয়ে আছে। মাঝখানে গুঞ্জন উঠেছিল বেয়ার্ন মিউনিখ ও চায়নিজ সুপার লীগেও যেতে পারেন। কিন্তু এমন দুর্দান্ত ফর্ম নিয়ে সর্বোচ্চ পর্যায় ছেড়ে রোনাল্ডো কখনই চীনে যাবেন না এটা অনেকটাই নিশ্চিত মনে করেন বিশেষজ্ঞরা। তবে ইউনাইটেডের পথের কাঁটা হয়ে উঠতে পারে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পিএসজির মালিক নাসের আল-খেলাফি বিরাট রোনাল্ডোভক্ত। দু’জনের মধ্যে সম্পর্কও বেশ উষ্ণ। রোনাল্ডোকে দলে টানতে নাকি ১৫০ মিলিয়ন ইউরো বিনা তর্কে করতে রাজি। সদ্য রিয়াল ছেড়ে যাওয়া রোনাল্ডোর পর্তুগীজ সতীর্থ পেপেও এবার পিএসজিতে যোগ দিচ্ছেন। ফলে পিএসজিও দৌড়ে টিকে আছে ভালমতোই। জোশে মরিনহোও পিএসজির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছেন। রিয়ালের সাবেক এই কোচ এখন ইউনাইটেডের দায়িত্বে আছেন। মরিনহোর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক দা-কুমড়া না হলেও বেশ শীতল। আর এ কারণেই হয়তো পর্তুগীজ তারকার ম্যানইউতে ফেরার সম্ভাবনাটা কমে যাচ্ছে। রিয়াল ছাড়লে তাই সি আর সেভেনকে হয়ত নতুন কোন ক্লাবে দেখা যেতে পারে।
×