ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ ক্যাটাগরিতে উন্নীত সিভিও পেট্রো কেমিক্যাল

প্রকাশিত: ০৩:৫৬, ২১ জুন ২০১৭

এ ক্যাটাগরিতে উন্নীত সিভিও পেট্রো কেমিক্যাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে বলা হয়, আগামী ২১ জুন থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি উৎপাদন শুরু করেছে। গত ১৯ জুন থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে। এর আগে, কোম্পানিটি কনডেনসেট (গ্যাসের উপজাত) স্বল্পতার কারণে গত ২১ জুলাই থেকে উৎপাদন সম্পূর্ণভাবে ছিল। তবে গত ১৭ জুলাই থেকে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু সিভিও পেট্রোকে চিঠির মাধ্যমে জানানো হয় ২৭ জুলাই। এরপরে মজুদ থাকা কনডেনসেট দিয়ে ২০ জুলাই পর্যন্ত উৎপাদন চালু রাখে সিভিও। পুঁজিবাজারে ঈদের ছুটি ৫ দিন অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারী ছুটি তিনদিনসহ মোট ৫ দিন ছুটি কাটাবে দেশের উভয় শেয়ারবাজার। স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৮ জুন থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। উল্লেখ্য, চাঁদ দেখা স্বাপেক্ষে ২৯ রোজা হলে পাঁচদিন আর ৩০ রোজা হলে ছয়দিন বন্ধ থাকবে উভয় শেয়ারবাজার।
×