ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাহিদার শীর্ষে বস্ত্রখাত

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৫, ২১ জুন ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি। গতকাল সোমবার ডিএসইতে ৫৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৫, কমেছে ৬৭ এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ রিজেন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিম, নূরানী ডাইং, আমরাটেক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও বিডিকম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ তুং হাই নিটিং, ডেল্ট্রা স্পিনার্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, ন্যাশনাল টিউব ও ইনটেক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ২য় এনআরবি ও পপুলার লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৯, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বেক্সিমকো ফার্মা, সিঙ্গার বিডি, আল আরাফাহ ইসলামী ব্যাংক, নূরানী ডাইং, মবিল যমুনা বিডি, ওয়ান ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও এ্যাপোল্ োইস্পাত।
×