ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া মার্কিন ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জুন ২০১৭

উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া মার্কিন ছাত্রের মৃত্যু

উত্তর কোরিয়ার কারাগারে ১৭ মাস আটক থেকে দেশে ফেরার এক সপ্তাহ পর মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ারের। এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার পর সিনসিনাটির একটি হাসপাতালে ছিলেন ২২ বছর বয়সী ওই তরুণ। তার পরিবার সোমবার দুপুরে ওয়ার্মবিয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করে। ওয়ার্মবিয়ারের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি আবারও উত্তর কোরিয়ার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, আইনের শাসন আর মানবাধিকারের প্রতি যাদের ন্যূনতম শ্রদ্ধা নেই, তাদের হাতে নিরাপরাধ মানুষের এমন পরিণতি বন্ধে যুক্তরাষ্ট্র প্রশাসনকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে ওয়ার্মবিয়ারের মৃত্যু। খবর বিবিসির। ভার্জিনিয়া ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওয়ার্মবিয়ার একটি পর্যটক দলের সঙ্গে উত্তর কোরিয়া গিয়েছিলেন। সেখানে হোটেল থেকে একটি প্রোপাগা-া পোস্টার চুরির অভিযোগে ২০১৬ সালের মার্চে তাকে ১৫ বছরের সশ্রম কারাদ- দেয় উত্তর কোরিয়ার একটি আদালত। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ মানবিক কারণে মুক্তি দেয়ার পর ১৩ জুন তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। তখন জানা যায়, প্রায় এক বছর ধরে কোমায় রয়েছেন ওয়ার্মবিয়ার। আফগানিস্তানে মার্কিন ঘাঁটির কাছে ৮ নৈশপ্রহরী নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে মার্কিন ঘাঁটির কাছে সোমবার রাতে আকস্মিক এক হামলায় আট আফগান নৈশপ্রহরী নিহত হয়েছে। মঙ্গরবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘সোমবার স্থানীয় সময় রাত ১০টায় বন্দুকধারীরা বাগরাম বিমানঘাঁটির কাছে নৈশপ্রহরীদের লক্ষ্য করে এ হামলা চালায়। এ সময় ১০ নৈশপ্রহরী একটি গাড়িতে করে টহল দিচ্ছিল। এ হামলায় আটজন নিহত ও অপর দুইজন আহত হয়।’ রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাগরাম বিমানঘাঁটিটি বিগত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
×