ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘প্রথম অধিবেশন তাৎপর্যপূর্ণ ও খোলামেলা’

ইউরোপ-ব্রিটেন ন্যায়সঙ্গত চুক্তি সম্ভব ॥ ইইউ আলোচক

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জুন ২০১৭

ইউরোপ-ব্রিটেন ন্যায়সঙ্গত চুক্তি সম্ভব ॥ ইইউ আলোচক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান আলোচক মিশেল বার্নিয়ার বলেছেন, ‘ইইউ ও ব্রিটেনের মধ্যে একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত ব্রেক্সিট চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি মনে করেন। একেবারে চুক্তির বাইরে থাকার চাইতে বরং এটাই খুব ভাল হবে।’ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্রেক্সিট আলোচনার প্রাথমিক কাজ শুরুর পর সোমবারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ব্রিটিশ আলোচক ডেভিডকে এমনটিই বলেছি। আমরা যুক্তরাজ্যের সঙ্গে সবসময় কাজ করে যেতে চাই। কখনই তাদের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা আমাদের নেই।’ খবর এএফপির। তিনি আলোচনার প্রথম অধিবেশনকে তাৎপর্যপূর্ণ ও খোলামেলা আখ্যায়িত করে স্বাগত জানান। বার্নিয়ার বলেন, ‘আলোচনার শুরু সফল ও কার্যকরভাবেই হয়েছে। আলোচনা শুরুর সময়, প্রক্রিয়া ও অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে আমরা একটি সাধারণ জায়গায় একমত হয়েছি। এখন আমরা আলোচনা দুই ধাপে এগিয়ে নেয়ার ছক এঁকেছি।’ প্রথম ধাপে আলোচনার বৃত্ত তিনটি আলাদা পক্ষে ভাগ করে দেয়া হবে। তাহলোÑ নাগরিক অধিকার, একক অর্থনৈতিক নিষ্পত্তি ও অন্যান্য বিচ্ছিন্ন বিষয়াদির ওপর আমাদের আলোচনা হবে। বার্নিয়ার আরও বলেন, ‘এসব পক্ষ নিজ নিজ নীতি অনুসারে প্রতিটি আলোচনা সপ্তাহ শেষে প্রতিবেদন জমা দেবে। আমি ও ডেভিড ড্যাভিস সমস্যা মোকাবেলা ও বাধাগুলো দূর করতে একসঙ্গে আলোচনা চালিয়ে যাব।’ তিনি বলেন, এছাড়া দ্বিতীয় ধাপে আমরা ভবিষ্যতের অংশীদারত্বের সুযোগ-সুবিধাগুলো নিয়ে কথা বলবো। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে আসার কার্যক্রম কি রকম হবে, সেই কাঠামো নিয়েও আমাদের মাঝে কোন দ্বিমত নেই। দুই পক্ষ প্রতিমাসের এক সপ্তাহ আলোচনা চালাবেন। এ সময়টায় তারা প্রস্তাব ও বিনিময়ের ওপর কাজ করবেন। তিনি বলেন, আমার তরফ থেকে কোন কৃচ্ছ্রতা নেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গেলে বাকি সাতাশটি দেশের স্বার্থ ও সমর্থনের ওপর ভিত্তি করে আমি সবসময়ই গঠনমূলক আচরণ প্রদর্শন করব। ব্রিটেনের ব্রেক্সিটবিষয়কমন্ত্রী ডেভিড ডেভিসও একই সুরে কথা বলেছেন। এটাকে তিনি একটি ফলপ্রসূ শুরু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার প্রতি গঠনমূলক মনোভাব প্রদর্শন করে আলোচনাকে উৎসাহিত করতে হবে। ডেভিস বলেন, দুটি পক্ষই আলোচনা থেকে সর্বোচ্চ সফলতা ও শক্তিশালী অংশীদারত্ব অর্জন করতে চান। তিনি এই ভেবে সুখী যে দুটির পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিশাল সুযোগ আছে। তিনি বলেন, গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমার অগ্রাধিকারমূলক বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছি। তাহলোÑ ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ও ইইউতে ব্রিটেনের নাগরিকদের স্থিতিশীলতা ও নিশ্চয়তা দেয়া হবে। আমি জানি, মিশেল বার্নিয়ারের আকাক্সক্ষাও একই রকম হবে। তিনি বলেন, এখন আলোচনা মাত্র শুরু হয়েছে। আমরা কাজ চালিয়ে যেতে চাই। আর যতটা সম্ভব দুই পক্ষের নাগরিকদের নিশ্চয়তা দিতে চাই। ডেভিস আরও বলেন, প্রধানমন্ত্রী টেরেসা মে বৃহস্পতি ও শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে ইউরোপীয় নেতাদের কাছে ব্রিটেনের নাগরিক অধিকার সুরক্ষার বিষয়ে তাদের হালনাগাদ সিদ্ধান্ত জানাবেন। আগামী সোমবার একটি বিস্তারিত রূপরেখা মুদ্রিত আকারে প্রকাশ করে তাদের হাতে দেয়া হবে।
×