ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০০:৪৯, ২০ জুন ২০১৭

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পিলকুনি এলাকায় এনটি এ্যাপারেলস লিঃ নামের একটি রফতানীমূখী পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা অসুস্থ হতে থাকে। পরে অসুস্থ শ্রমিকদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, সোমবার সন্ধ্যায় কারখানায় ইফতার খাওয়ার পর মঙ্গলবার সকালে কারখানায় এসে সাত-আটজন শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ তাদেরকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ খবর কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে পর্যাক্রমে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এতে ওই কারখানায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদেরকে চিকিৎসা দেয়া হয়। নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান দুপুরে জানান, অসুস্থ শ্রমিকরা বর্তমানে আশংকামুক্ত। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। যারা এখনো চিকিৎসা নিচ্ছে শীঘ্রই তারা সুস্থ হয়ে উঠবে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিউর রহমান জানান, এনটি এ্যাপারেলস লিঃ কারখানায় ৬শ’ শ্রমিক কাজ করে। এদের মধ্যে তিনশতাধিক শ্রমিক সোমবার কারখানায় ইফতার করে। পরদিন মঙ্গলবার কারখানায় এসে কয়েকজন শ্রমিক প্রথমে বমি করতে থাকে। তাদের দেখা দেখি অন্যান্য শ্রমিকরাও বমি করা শুরু করে। পরে অসুস্থ শ্রমিকদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি আরও জানান, সর্বমোট ৬৪ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
×