ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বাড়ির সবাইকে অজ্ঞান করে লুট

প্রকাশিত: ২০:৪৯, ২০ জুন ২০১৭

মাদারীপুরে বাড়ির সবাইকে অজ্ঞান করে লুট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে মস্তফাপুর এলাকায় টিন কেটে ঘরে ঢুকে ৭জনকে অজ্ঞান করে নগদ ৫লক্ষ টাকা, ১৫ভরি স্বর্ণ ও গুরুত্বপূর্ন কাগজপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সঙ্গাহীন অবস্থায় ৩জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সদর উপজেলার মস্তফাপুর বড় মেহের গ্রামের সোবাহান মৃধার বাড়ির বসত ঘরের টিন কেটে ঘরে ঢুকে নেশা জাতীয় কোন দ্রব্য দিয়ে ঘরের সবাইকে অজ্ঞান করে কতিপয় দুর্বৃত্ত। এ সময় তারা ঘরের স্টীলের বড় ট্রাং ও আলমারীর তালা ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা, ১৫ভরি স্বর্ণালংকার ও জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। সোবাহান মৃধা, তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সাদিয়া, মা রঙভানুসহ ৭ জনকে অজ্ঞান করা হয়। সেহেরীর সময় পাশের ঘরের লোকজন অনেক ডাকাডাকির পর গৃহকর্তা সোবাহান মৃধার অজ্ঞানতা কিছুটা কাটলে উঠে দেখেন ঘরের সবকিছু এলোমেলো এবং ঘরের বাকিরা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর ৩জনকে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
×