ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্যারিসে পুলিশের গাড়িতে হামলা ॥ নিহত ১

প্রকাশিত: ১৯:০৯, ২০ জুন ২০১৭

প্যারিসে পুলিশের গাড়িতে হামলা ॥ নিহত ১

অনলাইন ডেস্ক ॥ প্যারিসের মধ্য এলাকা চ্যাম্পস-এলেসিয়াস এভিনিউতে একটি মোটর গাড়ি জোড়পূর্বক আরেকটি পুলিশ ভ্যানকে আঘাত করে বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকা গাড়ীটির ড্রাইভার নিহত হয়। পরে পুলিশ গাড়ির ভিতর থেকে একটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল এবং গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী জেরার্ড কোলম্ব বলেছেন, 'আবারো ফ্রান্সের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে সন্ত্রাসী হামলার জন্য। ' তিনি একে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা বলে অভিহিত করেন। প্রসঙ্গত, এর আগে একই এভিনিউতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পুলিশ সদস্য সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় এবং দুইজন আহত হয়। এবার পার্লামেন্টারি নির্বাচনে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দল সংখ্যাগরিষ্ঠতা পাবার পরদিনই এ হামলা প্রচেষ্ঠার ঘটনা ঘটলো। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বারবার সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে ফ্রান্স। সে কারণে দেশটিতে জরুরী অবস্থা বিরাজ আছে। সূত্র: বিবিসি
×