ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৮:৫৩, ২০ জুন ২০১৭

বিসিএস কর্নার

১। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং দেশের জলসীমায় সমাপ্ত একমাত্র নদী কোনটি? (ক) কালনি (খ) সাঙ্গু (গ) পালং (ঘ) হালদা। ২। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (ক) হামিদুর রহমান (খ) তানভির কবির (গ) মঈনুল হোসেন (ঘ) নিতুন কুন্ডু। ৩। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? (ক) ৯টি (খ) ১০টি (গ) ১১টি (ঘ) ১২টি। ৪। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? (ক) নেপাল (খ) ভুটান (গ) রাশিয়া (ঘ) মালদ্বীপ। ৫। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? (ক) ১২ নভেম্বর, ১৯৯৭ (খ) ২ ডিসেম্বর, ১৯৯৭ (গ) ১২ ডিসেম্বর, ১৯৯৭ (ঘ) ২৫ ডিসেম্বর, ১৯৯৭ ৬। শহীদ বুদ্ধজীবী দিবস কবে? (ক) ১২ ডিসেম্বর (খ) ১৪ ডিসেম্বর (গ) ১৬ ডিসেম্বর (ঘ) ১২ নভেম্বর। ৭। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? (ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) হেমন্ত সেন (ঘ) বল্লাল সেন। ৮। কোন খলিফার আমলে হিজরি সাল গণনা আরম্ভ হয়? (ক) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) (খ) হযরত ওমর (রাঃ) (গ) হযরত আলী (রাঃ) (ঘ) হযরত ওসমান (রাঃ) ৯। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? (ক) ১৭ বছর (খ) ১৮ বছর (গ) ২০ বছর (ঘ) ২২ বছর। ১০। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়? (ক) ১৫৫৬ সালে (খ) ১৭৫৭ সালে (গ) ১৮২৯ সালে (ঘ) ১৮৩৪ সালে। ১১। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? (ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ (খ) ঘোড়াশাল সার কারখানা (গ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা (ঘ) যমুনা সার কারখানা, তারাকান্দি। ১২। পূর্ব বাংলার নাম ‘পূর্ব পাকিস্তান’ করা হয় কবে? (ক) ২০ মার্চ ১৯৪৮ (খ) ২৩ মার্চ ১৯৫৬ (গ) ২৫ মার্চ ১৯৪৭ (ঘ) ২৬ মার্চ ১৯৭০। ১৩। বাংলার আদি অধিবাসী কারা? (ক) আর্য (খ) মোঙ্গলীয় (গ) দ্রাবিড় (ঘ) অস্ট্রিক। ১৪। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? (ক) যমুনা (খ) হাড়িয়াভাঙ্গা (গ) মেঘনা (ঘ) আড়িয়াল খাঁ। ১৫। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস কোনটি? (ক) পাট রপ্তানি (খ) চা রপ্তানি (গ) প্রবাসীদের প্রেরিত অর্থ (ঘ) তৈরি পোশাক রপ্তানি।
×