ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদীয়মান নৃত্যশিল্পী সোহাগ সিদ্দিকী

প্রকাশিত: ০৭:১১, ২০ জুন ২০১৭

উদীয়মান নৃত্যশিল্পী সোহাগ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার ॥ উদীয়মান নৃত্যশিল্পী সোহাগ সিদ্দিকী। বেড়ে উঠেছেন লন্ডনে। তার সংস্কৃতি চর্চার হাতে খড়ি দুবাইয়ে। সেখানেই তিনি নাচে বিশেষ প্রশিক্ষন নেন। নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে। মর্ডান, হিপহপ, ব্রেক প্রভৃতি নৃত্যে তিনি পারদর্শী। তিনি ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘এবিসিডি’ এবং ‘্এবিসিডি-২’ নৃত্য শিল্পী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি ‘ডান্স ইন্ডিয়া ডান্স সিজন-২’ এবং ‘ইন্টারটেনমেনকেলিয়ে কুজভি করেগা’ নামে দুটি রিয়েলিটি শোতে নৃত্য শিল্পী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশে ‘স্পট’ নামে একটি আর্টফিল্মের শূটিংয়ের কাজ শেষ করেছেন। এটি নির্দেশনা দিয়েছেন সোহাগ ছিদ্দিকী নিজেই। তিনি বলেন আমার দেশের পরিচালক, শিল্পী, টেকনিশিয়ানরা আমাকে সাহায্য করেন, তাহলে আমি ভালো কিছু কাজ উপহার দিতে পারব।
×