ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ান টিভির ৭ দিনব্যাপী ঈদ আয়োজন

প্রকাশিত: ০৭:১০, ২০ জুন ২০১৭

এশিয়ান টিভির ৭ দিনব্যাপী ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ দর্শক চাহিদার কথা মাথায় রেখে প্রতিবারের পবিত্র ঈদ-উল-ফিতরে এশিয়ান টেলিভিশন ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করবে। সাত দিনের বিশেষ আয়োজনে থাকবে বাংলা চলচ্চিত্র, বিশেষ ধারবাহিক নাটক, একক নাটক, নন-ফিকশন শো, লাইভ মিউজিক ফেস্ট এবং জনপ্রিয় শিশুতোষ কার্টুন ‘ডরেমন’। ঈদের অনুষ্ঠানসূচী ঘোষণা উপলক্ষে সোমবার রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি। উপস্থিত ছিলেন চ্যানেলের উপদেষ্টা ইদ্রিস হায়দার, প্রধান পরিকল্পনা সম্পাদক ও নিউজ ইনচার্জ সোহেল এইচ, হেড অব মার্কেটিং শেখ সাকায়েত উল্লাহ মিলন এবং এডিশনাল হেড অব প্রোগ্রাম রুমানা রহমান, সঙ্গীতশিল্পী এসডি রুবেলসহ চ্যানেলের উর্ধতন কর্মকতারা। সংবাদ সম্মেলনে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই এশিয়ান টেলিভিশন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এবং বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকে অনুষ্ঠান নির্মাণ ও সংবাদ পরিবেশন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও এশিয়ান টেলিভিশন সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হারুন অর রশিদ আরো বলেন, এশিয়ান টেলিভিশন যেকোন উৎসবকে ঘিরেই দর্শকদের চাহিদা বিবেচনায় নিয়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। অনুষ্ঠান নির্র্র্মাণে দর্শকদের আনন্দ-বিনোদনের পাশাপাশি, বিভিন্ন ইতিবাচক ইস্যুতে জনসচেতনতা তৈরি এবং সর্বোপরি দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টিকেও সমান গুরুত্ব দেয়া হয়। আর এসব বিষয়কে গণমাধ্যমে তুলে ধরে সাংবাদিকরা বরাবরই এশিয়ান টেলিভিশনকে সহযোগিতা করে আসছে। দর্শকদের সর্বোচ্চ বিনোদন দেয়ার উদ্দেশ্যেই এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠানমালা নির্মিত হয়- উল্লেখ করে, তিনি লেখনির মধ্য দিয়ে এসব অনুষ্ঠান দর্শকদের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন সকাল ১১টায় প্রচার হবে চলচ্চিত্র ‘মায়ের মতো ভাবি’, দুপুর ২-০৫ মিনিটে ‘মন বসে না পড়ার টেবিলে’, দ্বিতীয় দিন সকাল ১১টায় ‘চাওয়া থেকে পাওয়া’, দুপুর ২-০৫ মিনিটে ‘স্বামী নিয়ে যুদ্ধ’, তৃতীয় দিন সকাল ১১টায় ‘প্রেম সংঘাত’, দুপুর ২-০৫ মিনিটে ‘জমিদার‘, চতুর্থ দিন সকাল ১১টায় ‘ফুল নেব না অশ্রু নেব’, দুপুর ২-০৫ মিনিটে ‘লুটতরাজ’, পঞ্চম দিন সকাল ১১টায় ‘সবার উপরে প্রেম’, দুপুর ২-০৫ মিনিটে ‘বাবা আমার বাবা’, ষষ্ঠ দিন সকাল ১১টায় ‘যত প্রেম তত জ্বালা’, দুপুর ২-০৫ মিনিটে ‘বুকের ভেতর আগুন’, সপ্তম দিন সকাল ১১টায় ‘প্রাণ স্বজনী’, দুপুর ২-০৫ মিনিটে ‘মায়ের জন্য মরতে পারি’ প্রচার হবে। সাত দিনের বিশেষ ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে বেলা ১-২০ মিনিটে ‘বোকা আবুল’, বিকেল ৫-১০ মিনিটে ‘বউ পাগল’, ৫-৫০ মিনিটে ‘অতি চালাকের গলায় দড়ি’, রাত ৭-২৫ মিনিটে ‘রসগোল্লা’, ৯টায় ‘জাপানী ভিসা’, ৯-৪০ মিনিটে ‘খালি কলসি বাজে বেশি’, ১০-২০ মিনিটে ‘ভেল্কিবাজি’। ধারাবাহিকের পাশাপাশি একক নাটকের মধ্যে ‘হানিমুন’, ‘ছাওয়াল’, ‘লাস্ট ডেট অব সুইসাইড’, ‘ওয়ান টু সিক্স’, ‘প্রক্সি’, ‘সরল প্রেম’ ও ‘গল্পের নামটি চূড়ান্ত নয়’। একক নাটক প্রচার হবে ঈদের ৭ দিন রাত ৮টায়। ধারাবাহিক ও একক নাটকের অভিনয়শিল্পীরা হলেন- এটিএম শামসুজ্জামান, পপি, বাঁধন, মীর সাব্বির, সজল, আ খ ম হাসান, ডলি জহুর, মিমো, তিশাসহ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। চলচ্চিত্র-নাটকের পাশাপাশি সাত দিনের বিশেষ নন-ফিকশন অনুষ্ঠানগুলো হলো ঈদ বিনোদন‘ নেত্রী ভার্সেস কর্মী’, ‘ফরেনাস শো’, ‘ডান্স ফিউশন’, ‘শোকেস’, ‘লেডিস ফার্স্ট’, ঈদ শো ‘উইথ পলিটিক্যাল লিডার’ এবং ঈদ শো উইথ বিজনেস লিডার। ননফিকশনের এসব অনুষ্ঠান প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬-৩৫ মিনিটে। এছাড়া প্রতিদিন রাত ১১টায় সেরা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে থাকবে লাইভ মিউজিক ফেস্ট। এই আয়োজনে গান গাইবেন আঁখি আলমগীর, বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী, জলের গান, ন্যান্সি ও প্রতিক হাসান, আরেফিন রুমি, শাহনাজ বেলী ও শফি ম-ল, মুহিন ও লিজা। জনপ্রিয় শিশুতোষ কার্টুন ডরিমনের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের সাত দিন।
×