ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’তে শিবলী-নীপার বিশেষ নৃত্য

প্রকাশিত: ০৭:০৮, ২০ জুন ২০১৭

‘ইত্যাদি’তে শিবলী-নীপার বিশেষ নৃত্য

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির ‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মানসম্মত আয়োজন। সঙ্গে থাকে ব্যাপক ও বর্ণিল উপস্থাপনা। যা শুধুমাত্র ‘ইত্যাদি’র পক্ষেই সম্ভব। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, নাচের মুদ্রা, বিষয়, চিত্রায়নে বৈচিত্র্য আনতে। এবারের নাচটিতেও সমসাময়িক বিষয়ে বিশেষ আয়োজন রয়েছে। ঈদে ঘরমুখী মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা এই বিষয় নিয়ে এবারে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ রয়েছে। নাচটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। ‘ইত্যাদি’তে প্রতিটি নাচের জন্য নতুন নতুন মিউজিক করা হয়। বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মিউজিক করা হয় বলে দর্শকরাও পান নতুনত্বের স্বাদ। এছাড়াও পরিবেশনায়ও থাকে বৈচিত্র্য। ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই নাচটি তার চাইতে ব্যতিক্রম। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। নৃত্যশিল্পীরাও ভাল নেচেছেন। শিবলী-নীপাসহ অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করে শিল্পীরাও আনন্দিত। এমনটাই জানিয়েছেন ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে বলা যায়-‘ইত্যাদি’র এবারের এই নাচটি বাংলাদেশের নাচের ক্ষেত্রে একটি ভিন্ন ধারার সৃষ্টি করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ‘ইত্যাদি’ একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। ‘ইত্যাদি’ স্পন্সর করেছেন যথারীতি কেয়া কসমেটিক্স্ লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
×