ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেবাচিমে সিলিন্ডার বিস্ফোরণ ॥ আতঙ্কে এক রোগীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫২, ২০ জুন ২০১৭

শেবাচিমে সিলিন্ডার বিস্ফোরণ ॥ আতঙ্কে এক রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে রবিবার রাত পৌনে ১১টায় অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। জানা গেছে, সিসিইউ ইউনিটের ভেতরে বৈদ্যুতিক তারে হঠাৎ করে আগুন লাগে। ইউনিটটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় ভর্তি হয়ে ৯নং বেডে চিকিৎসাধীন ছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা নুর ইসলাম (৬০)। একপর্যায় ওই বেডের পাশে থাকা অক্সিজেন সিলিন্ডারের মিটার আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক পুরো ইউনিটে ধোঁয়া ছড়িয়ে পরার পর রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে হৃদরোগে আক্রান্ত নুর ইসলাম সিলিন্ডারের মিটার বিস্ফোরণের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেন তার মেয়ে রিংকু বেগম। শিশুশ্রম রোধে সভা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জুন ॥ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার দুপুরে সাভার ভার্ক হলরুমে উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি, উপজেলা অগ্রগামী শিশু পরিষদ ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ভার্কের শিশুশ্রম নিরসন প্রকল্পের ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি রোকেয়া হক সভাপতিত্বে সাভারে কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলা অগ্রগামী শিশু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মারজিয়া আক্তার সেঁজুতি উপস্থিত ছিলেন। ঈদসামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৯ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার এলাকায় আনুষ্ঠিকভাবে ৯০১ প্রতিবন্ধীদের মধ্যে সেমাই, চিনি, দুধসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল হাই ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।
×