ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডোমারে নারী শ্রমিকদের ধাওয়ায় প্রকৌশলীর পলায়ন

প্রকাশিত: ০৬:৫০, ২০ জুন ২০১৭

ডোমারে নারী শ্রমিকদের ধাওয়ায় প্রকৌশলীর পলায়ন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার দশ ইউনিয়নের এলজিইডির আওতায় আরএমপি প্রকল্পের (রুরাল এমপ্লয়মেন্ট এ্যান্ডা ােডমেইনটেনেস কর্মসূচী-২) নারী শ্রমিকদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান। সোমবার ওই নারীদের ২০১৬ সালের চার মাস বেতনের আত্মসাতকৃত ১৮ লাখ টাকা ফেরত দেয়ার কথা ছিল। নারী শ্রমিকরা এসে টাকা না পেলে প্রকৌশলীকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। এ সময় প্রকৌশলীর পক্ষ নিয়ে স্থানীয় কয়েক ঠিকাদার নারী শ্রমিকদের হুমকী দেয়। এ সময় বেশ কিছু নারীকে লাঞ্ছিত করা হয়। সোমবার দুপুর হতে এ ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ডোমার উপজেলা প্রকৌশলী অফিসের আরএমপি প্রকল্পের সার্ভেয়ার আব্দুস সামাদ মোবাইলে প্রকৌশলীর সঙ্গে কথা বলে আগামী ২১ জুন টাকা ফেরত দেয়ার লিখিত অঙ্গিকার করে দেয়। এ ঘটনাটি ডোমারে তোলপাড় সৃষ্টি করেছে।
×