ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ার টুপি যাচ্ছে বিদেশে

প্রকাশিত: ০৬:৪৭, ২০ জুন ২০১৭

বগুড়ার টুপি যাচ্ছে বিদেশে

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বগুড়ার টুপি পল্লীতে। এসব টুপির ৮০ ভাগই রফতানি হচ্ছে বিদেশে। ব্যবসায়ীরা বলছেন, শুধু রমজানেই ১০ কোটি টাকার টুপি বেচাকেনা হয়। টুপির চাহিদা সারা বছরই। তবে রোজা, ঈদসহ এরকম ধর্মীয় উৎসব-আয়োজন সামনে রেখে এর চাহিদা বেড়ে যায়। এই চাহিদা মাথায় রেখে বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলার প্রায় প্রতিটি ঘরে তৈরি হচ্ছে টুপি। ঈদ সামনে রেখে সুঁই সুতার নিপুণ কারুকাজে নারীরা ব্যস্ত টুপি তৈরিতে। ঘরের কাজের পাশাপাশি তারা এ কাজ করেন বাড়তি কিছু আয়ের জন্য। এমনকি পড়ার ফাঁকে স্কুল-কলেজের মেয়েরাও বাড়তি আয়ের আশায় হাত লাগিয়েছে টুপি তৈরির কাজে। বগুড়ায় তৈরি এসব টুপি যাচ্ছে ঢাকাসহ দেশের অন্য এলাকায়। রফতানিও হচ্ছে সৌদি আরব, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। রফতানি প্রক্রিয়া আরও সহজ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন উৎপাদক সমিতি। -অর্থনৈতিক রিপোর্টার কানাডায় পণ্য রফতানি কমেছে চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে (প্রথম ১১ মাসে) কানাডায় ৯৬ কোটি ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭ হাজার ৭৫০ কোটি টাকার পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ কম। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে কানাডায় ১১১ কোটি ২৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে ওই বছরের জুলাই-মে মেয়াদে ওই দেশে পণ্য রফতানিতে বাংলাদেশের আয় হয়েছিল ৯৭ কোটি ৯৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে ব্রিটেনে ৩২৫ কোটি ডলার বা প্রায় ২৬ হাজার ২৬১ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে। যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬০ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরে ব্রিটেনে ৩৮১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×