ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেবা খাতে ৭০ হাজার ৮৩৪ কোটি টাকার বাণিজ্য

প্রকাশিত: ০৬:৪৭, ২০ জুন ২০১৭

সেবা খাতে ৭০ হাজার ৮৩৪ কোটি টাকার বাণিজ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে (প্রথম ১০ মাসে) বাংলাদেশের সেবা খাতে ৮৭৯ কোটি ডলার বা প্রায় ৭০ হাজার ৮৩৪ কোটি টাকার বাণিজ্য হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে সেবা খাতে ৭৮০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬২ হাজার ৮৫২ কোটি টাকার বাণিজ্য হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সেবা খাতের বাণিজ্য ৭ হাজার ৯৮২ কোটি টাকা বা ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পণ্য দ্রব্যের বাণিজ্য ঘাটতির মতো বাংলাদেশের সেবা বাণিজ্যের ক্ষেত্রেও ঘাটতি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত সেবা খাতের বাণিজ্য ঘাটতি বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে সেবা খাতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২১০ কোটি মার্কিন ডলার বা প্রায় ১৬ হাজার ৯২৭ কোটি টাকা। চলতি ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে সেবা খাতে ২৭২ কোটি মার্কিন ডলার বা ২১ হাজার ৯২৯ কোটি টাকা বাণিজ্য ঘাটতি হয়েছে। ভ্রমণ, পরিবহন, আর্থিক কার্যক্রম ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। পার্বত্যাঞ্চলে ব্যাংকগুলোকে ত্রাণ বিতরণের নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি প্রবল বৃষ্টিপাতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিধসে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় মানবিক বিপর্যয় মারাত্মক রূপ ধারণ করেছে। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রাম এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা, খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ওষুধ প্রভৃতি দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
×