ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেয়ার কিনবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

প্রকাশিত: ০৬:৪৫, ২০ জুন ২০১৭

শেয়ার কিনবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নাসির উদ্দিন চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম উদ্যোক্তা নাসির উদ্দিন চৌধুরী ৫ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার দুই কোম্পানিকে নোটিস দিয়েছে এনবিআর মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন এবং গ্লোবাল হেভি ক্যামিকেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক শাখার বৃহৎ কর দাতা ইউনিট (এলটিইউ)। এলটিইউ (মূসক) জানায়, গ্রামীণফোনের ৩১ কোটি ৬৮ লাখ টাকা এবং গ্লোবাল হেভি ক্যামিকেলের ৩ কোটি ৫ লাখ টাকা মূসক বকেয়া রয়েছে। এ বিষয়ে এনবিআরের এক উর্ধতন কর্মকর্তা জানান, রাজস্ব বোর্ডের পরিদর্শক দল কোম্পানি দুটির মূসক কম দেয়ার বিষয়টি উদঘাটন করে। তারা দেখতে পায় কোম্পানি দুটি আইন অনুযায়ী যথাযথ মূসক পরিশোধ করেনি। -অর্থনৈতিক রিপোর্টার
×