ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের

প্রকাশিত: ০৬:৪৪, ২০ জুন ২০১৭

অকারণে দর বাড়ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ায়ের দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১২ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ১৮ শতাংশ। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সিঙ্গারবিডির উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা রিটেইল হোল্ডিংস ভল্ড বিভি পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বেচা শেষ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা রিটেইল হোল্ডিংস ভল্ড বিভি পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ লাখ শেয়ার বিক্রি করেছে। বর্তমান বাজার দরেই প্রতিষ্ঠানটি এ শেয়ার বিক্রয় করে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৬৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।
×