ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:৪৩, ২০ জুন ২০১৭

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেনে উত্থান হয়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উত্থান দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৯ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৭ পয়েন্ট। সোমবার ডিএসইতে ৫৪০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৪৭৩ কোটি ৪০ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১৪ শতাংশ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১৮৩টি বা ৫৫.৭৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৯১টি বা ২৭.৭৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি বা ১৬.৪৬ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা নূরানি ডাইং এ্যান্ড সোয়েটারের ১৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। লেনদেনে এরপর রয়েছেÑ প্যারামাউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস, লংকাবাংলা ফিন্যান্স, বিডিকম অনলাইন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইফাদ অটোস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নূরানি ডাইং, আনালিমা ইয়ার্ন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রিজেন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভানগ্যার্ড মিউচুয়াল ফান্ড ও ন্যাশনাল টিউব। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, রহিমা ফুড, ইউনাইটেড এয়ার, তসরিফা ইন্ড্রাস্টিজ, আইএসএন, পিএফআই মিউচুয়াল ফান্ড ও বে´িমকো সিনথেটিক। দিনটিতে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৬৯ পয়েন্টে। বাজারটিতে ৫১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৭ পয়েন্ট কমেছিল। আর বাজারটিতে ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সিটি ব্যাংক, নূরানি ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, এ্যাপোলো ইস্পাত, মবিল যমুনা বিডি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আর্গন ডেনিম ও ন্যাশনাল ফিড মিল।
×