ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ম্যাক্রোঁর দল

প্রকাশিত: ০৬:৪৩, ২০ জুন ২০১৭

পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ম্যাক্রোঁর দল

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল লা রিপাবলিক এন মার্শ। খবর বিবিসি অনলাইনের। পার্লামেন্ট নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ৫৭৭ আসনের মধ্যে তিন শ’র বেশি আসনে জয় লাভ করেছে ম্যাক্রোঁ ও তার মিত্ররা। এতে প্রেসিডেন্ট তার ইইউপন্থী ও ব্যবসাবন্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেলেন। মিউজিক সংকলনে রোবট যুক্তরাষ্ট্রের একদল গবেষক মিউজিক সংকলন করবে ও বাজাতে পারবে এমন রোবট তৈরি করেছেন। চারটি বাহু এবং আটটি লাঠি দিয়ে মারিম্বা কর্ড ও ছন্দ বাজাতে পারে রোবটটি। অনেকটা মানব সঙ্গীতশিল্পীর মতোই চিন্তা করে এটি। রোবটটিকে প্রায় পাঁচ হাজার পূর্ণ গান শিখিয়েছেন গবেষকরা। জুনের শেষদিকে এ্যাসপেন আইডিয়াস ফেস্টিভালে রোবটটির লাইভ পারফর্ম আয়োজন করার কথা রয়েছে। -ইকোনমিক টাইমস বিনা ভাড়ায় সারাজীবন ভারতের বেসরকারী বিমান সংস্থা জেট এয়ারওয়েজ তাদের বিমানে জন্ম নেয়া একটি বাচ্চাকে আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ দিয়েছে। সৌদি আরব থেকে ভারতে যাওয়ার সময় ৩৫ হাজার ফুট উচ্চতায় ওই বাচ্চাটির জন্ম হয়। বিমানের ক্রু ও একজন প্রশিক্ষিত নার্স বাচ্চাটির ডেলিভারিতে সহায়তা করেন। কোম্পানিটি জানায় তাদের ফ্লাইটে এই প্রথম কোন বাচ্চা জন্ম নিয়েছে। -বিবিসি
×