ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামরিক ঘাঁটি স্থাপনে তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব

প্রকাশিত: ০৬:৪২, ২০ জুন ২০১৭

সামরিক ঘাঁটি স্থাপনে তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব

তুরস্ক সৌদি আরবে সামরিক ঘাঁটি স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল রিয়াদ তা প্রত্যাখ্যান করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ককে সৌদি ভূমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের একজন কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ আরও জানিয়েছে, সৌদি সেনাবাহিনীর মান ‘সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে বলে দেশটির এ ধরনের কোন কিছুর প্রয়োজন নেই। খবর আল-জাজিরার। এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রিয়াদকে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কাতারে যেমন তুর্কি সামরিক ঘাঁটি রয়েছে তেমনি সৌদি আরবেও একই রকম ঘাঁটি স্থাপন করতে চায় আঙ্কারা। এরদোগান একটি পর্তুগিজ টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেন, তিনি নিজে বাদশা সালমানকে এ প্রস্তাব দেন। রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বিহার রাজ্যের গবর্নর রাম নাথ কোবিন হচ্ছেন বিজেপির পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী। টাইমস অব ইন্ডিয়া। সোমবার বিজেপি পার্লামেন্টারি বোর্ড মিটিং শেষে ৭১ বছর বয়সী রাম নাথ কোবিনের নাম ঘোষণা করেন বিজেপি প্রেসিডেন্ট আমিত শাহ। তবে ওই মিটিংয়ে উপরাষ্ট্রপতির নাম ঘোষণার বিষয়ে কিছু জানানো হয়নি। ২৩ জুন রাম নাথের কাগজপত্র তালিকাভুক্ত করার কথা রয়েছে। অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অবগত করে বিষয়টি আলোচনা করেছেন। তিনি জানান, রাম নাথ কোবিন দলিত ও পশ্চাতপদ মানুষদের নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। কোবিন উত্তর প্রদেশের কানপুরে ১৯৪৫ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিকম ও এলএলবি সম্পন্ন করেন।
×