ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালির পর্যটন কেন্দ্রে জঙ্গী হামলা ॥ নিহত দুই

প্রকাশিত: ০৬:৪২, ২০ জুন ২০১৭

মালির পর্যটন কেন্দ্রে জঙ্গী হামলা ॥ নিহত দুই

মালির রাজধানী বামাকোর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রবিবার সন্দেহভাজন জঙ্গীরা ‘আল্লাহু আকবার’ বলে হামলা চালিয়েছে। অল্প সময়ের জন্য তারা ৩০ জনের বেশি লোককে জিম্মি করে রেখেছিল। এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। বামাকোর একটি বিলাসবহুল হোটেলে দুই বছরের কম সময় আগে একই ধরনের একটি হামলার পর কাঙ্গাবা লে ক্যাম্পেমেন্ট পর্যটন কেন্দ্রে সর্বশেষ এ হামলা চালানো হলো। খবর এএফপির। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গীদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। তারা হামলা চালিয়ে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে। হামলার পর অন্তত একটি বাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বাসিন্দারা গুলির শব্দ শুনে প্রথম হামলার খবরটি দেয়। এ সময় আকাশে ধোঁয়ার কু-লী উড়তে দেখা যায়। নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বলেন, এটা একটা জঙ্গী হামলার ঘটনা। মালির বিশেষ বাহিনী তাদের প্রতিহত করেছে। জাতিসংঘ সৈন্য ও ফরাসী সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরা মালির বিশেষ বাহিনীকে সহায়তা করেছে। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। এদের একজন ফ্রাঙ্কো-গাবোনিজ। দ্বিতীয় লাশটি শনাক্ত করা হচ্ছে। মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অন্তত ‘৩২ জিম্মি’ পালিয়ে গেছে। একজন হামলাকারী আহত হয়েছে। অসমে বন্যাকবলিত ৬৯ হাজার মানুষ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যে ৬৯ হাজারেরও বেশি মানুষ বন্যাকবলিত। এছাড়া ৪ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার অল ইন্ডিয়া রেডিওর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। সূত্র মতে, অসমের পাঁচ জেলা বন্যাকবলিত। এসব জেলার ৬৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতির শিকার। এদিকে ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন শাখা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় নানা তৎপরতা চালাচ্ছে। তারা চার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে। তুরস্কে খাদ্যে বিষক্রিয়ায় ৭৩১ সৈন্য অসুস্থ তুরস্কের পশ্চিমে মানিসা শহরে সেনাবাহিনীর ব্যারাকে খাদ্যে বিষক্রিয়ায় ৭৩১ সৈন্য অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি। খবর আরটির। মানিসা অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সালজুক ওজদাগ সেনাবাহিনীর ব্যারাকে খাদ্যে বিষক্রিয়া সম্পর্কে বলেছেন, অসুস্থ ব্যক্তিদের ব্যারাকের ভেতরেই চিকিৎসা দেয়া হচ্ছে।
×