ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুডবাই ইয়াহু

প্রকাশিত: ০৬:২৫, ২০ জুন ২০১৭

গুডবাই ইয়াহু

দুই দশকের বেশি সময় ধরে ইন্টারনেট দুনিয়া দাপিয়ে বেড়ানো ইয়াহু আর কোন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে থাকছে না। ইয়াহুকে কিনে নেয়ার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছে অপর মার্কিন প্রতিষ্ঠান ভেরাইজন। চুক্তি বিষয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর মঙ্গলবার ইয়াহুর মূল ইন্টারনেট স্বত্ব কেনার বিষয়টি নিশ্চিত করেছে ভেরাইজন। এ জন্য তাদের গুনতে হয়েছে ৪৪৮ কোটি মার্কিন ডলার। ইয়াহু ভেরাইজনের অধীনে যাওয়ার ফলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার অধ্যায়েরও শেষ হচ্ছে। ইয়াহু থেকে পদত্যাগ করছেন তিনি। এ জন্য তিনি ইয়াহু থেকে ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার পাবেন। -বিবিসি অবলম্বনে।
×