ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাফরুলে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

পল্লবীতে গ্যাসের আগুনে মা-মেয়ে দগ্ধ

প্রকাশিত: ০৮:১৪, ১৯ জুন ২০১৭

পল্লবীতে গ্যাসের আগুনে মা-মেয়ে দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ আগুন লেগে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। এদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাফরুলে এক তরুণী ধর্ষণের অভিযোগে নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর পল্লবীতে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ আগুন লেগে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন হনুফা বেগম (৩৫) ও মেয়ে জেসমিন (১৭)। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, হনুফার হাত, পা, মুখসহ শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তার মেয়ে জেসমিনের ১৮ শতাংশদগ্ধ হয়েছে। উদ্ধারকারী প্রতিবেশী শাহীন জানান, রবিবার বেলা ১০টার দিকে পল্লবীর ৭ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের ২১৯ নম্বর সাত তলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। এতে ওই ফ্ল্যাটের বাসিন্দা হনুফা বেগম ও তার তরুণী মেয়ে জেসমিন দগ্ধ হয়। এ সময় পাশের রুমে আরও একজন সামান্য দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ জেসমিন জানান, তাদের একই বাসার পাশের রুমে থাকে মেহেদি হাসান নামে এক বেলুন ব্যবসায়ী। কয়েক মাস ধরে সে ওই রান্না ঘরের চুলা থেকে পাইপ টেনে গ্যাস দিয়ে বেলুন ফুলানোর কাজ করে। আজ (রবিবার) সকালেও তিনি বেলুন ফুলানোর কাজ করছিলেন। এ সময় তিনি সিগারেটও খাচ্ছিলেন। মনে হয় গ্যাস পাইপ লিকেজ থাকায় তার সিগারেটের আগুনে বিস্ফোরণ হয়েছে। এতে ওই আগুনে তারা দগ্ধ হন। দগ্ধ হনুফার স্বামী মোতাহার জানান, সকালে বাড়িতে গ্যাসের পাইপ থেকে হঠাৎ আগুনের উৎপত্তি হয়। আগুনে স্ত্রী ও মেয়ে দগ্ধ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৩৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে ৩৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদব্য উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, শনিবার রাতভর ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এতে ৩৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ৭৭৫ গ্রাম ও ২৬ পুরিয়া হেরোইন, ১১ বোতল ফেন্সিডিল ও ২০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ধর্ষক গ্রেফতার রাজধানীর কাফরুলে ধর্ষণে অভিযুক্ত রিয়াজুল হক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীররাতে দক্ষিণ কাফরুল বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুুলিশ জানায়, দীর্ঘ এক মাস বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৫) নিজ বাসায় আটক রেখে ধর্ষণ করে আসছিল। এ ঘটনায় ওই তরুণীর বাবা শনিবার কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পুলিশ দক্ষিণ কাফরুলের রিয়াজুলের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় ধর্ষক রিয়াজুল হককে আটক করা হয়।
×