ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি মহাসচিবের ওপর হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৭:৩৮, ১৯ জুন ২০১৭

বিএনপি মহাসচিবের ওপর হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি দলটি নির্বাচনের মাধ্যমে পাঁচবার ক্ষমতায় ছিল। সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর রাঙ্গুনিয়ায় হামলা হয়েছে। আমি বিশ্বাস করি, এর নির্দেশদাতা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাস্তবায়নকারী হলো হাসান মাহমুদ। তিনি বলেন, ২০১৪ সালের বিএনপি নির্বাচনে যায়নি। বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ মানুষও সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং দেশের জনগণও সেই নির্বাচনে না গিয়ে ভুল করেনি। বিএনপিও সে নির্বাচনে না গিয়ে কোন ভুল করেননি। রবিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এ্যান্ড কলেজ মাঠে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, হাসিনার অধীনে নির্বাচন হলে বাংলাদেশে আরেকবার গজব নামবে। এই গজবের হাত থেকে যদি রক্ষা পেতে চান তবে নির্বাচনের কথা বাদ দিয়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে হাসিনাকে বিতাড়িত করে হাসিনামুক্ত একটি সরকার গঠিত হবে; যেই সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুব উন্নয়ন অধিদফতরের সাবেক মহাসচিব এসএম ওয়ালিউর রহমান আপেল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, জামপুর বিএনপির সভাপতি মোজাহিদুর মল্লিক, সাদিপুর বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, শম্ভুপুরা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলী আজগরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
×