ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ আয়োজন

প্রকাশিত: ০৭:১৫, ১৯ জুন ২০১৭

জি-সিরিজ অগ্নিবীণার ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উৎসবকে রাঙিয়ে তুলতে প্রতিবারের মতো এবারেও জি-সিরিজ ও অগ্নিবীণা শতাধিক নতুন এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। একক, মিশ্র ও ব্যান্ড এ্যালবাম দিয়ে সাজানো হয়েছে ঈদ আয়োজন। এছাড়া নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্রের এ্যালবাম রয়েছে আরও অর্ধশতাধিক। জি-সিরিজ অগ্নিবীণার ঈদ এ্যালবামগুলো হলোÑ তারেকের ‘আঁধার ঘরে’, অরণ্য ব্যান্ডের ‘জনস্রোত’, তাসলিমা সুলতানা পলির ‘ছুঁয়ে দিলি মেঘ’, শায়লা সাবরিন পলির ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’, কাজী শুভ, অয়ন চাকলাদারি এবং অরিনের ‘ভালবাসার গান’, রাজন সাহার কম্পোজিশনে নিশিতা, মুহিন সাব্বির এবং সাকির কণ্ঠে নতুন এ্যালবাম ‘বাদলের ঋণ’, মিক্সড এ্যালবাম ‘তুমি আছো বলে’, এম আই মিঠুর ‘স্বপ্নের সাইকেল’, সাদমান পাপ্পুর ‘কাজলা দিঘি’, মঞ্জুরুল ইসলামের ‘হারানো মেঘের সাথে’, যাত্রী ব্যান্ডের ‘যাত্রী’, সুবীর নন্দী ও ছন্দ্রা চক্রবর্তীর ‘মোরা ছিনু একেলা’, এফ এ সুমনের ‘ইতি তোমার প্রিয়’, মাসুদ রানার ‘রাতের বুকে চাঁদ’, মাহবুব মিনেলের ‘একই বৃন্তে’, নাজকের ‘ঢেউ লাগে অন্তরে’, শামীম আশিকের ‘গানওয়ালা’, রেমোর কম্পোজিশনে ‘ত্রিমনার’, লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’, বীথি পান্ডের ‘যখন এসেছিলে’, শিহাব সুমন, ন্যান্সি, রিমন জুয়েল ও নেয়ামতের ‘ইশারায় দিয়েছি বলে’, রনি, সুইটি, বিন্দিয়া ও মৌসুমীর ‘পালকি’, সজিব হাসান, মিজানুর রহমান এস রুহুলের ‘রাতজাগা চাঁদ’, স্বপন মাহমুদের ‘গুরু’, স্কেয়ারক্রো ব্যান্ডের ‘বর্তমানতা’, উজ্জ্বল দেওয়ানের ‘দেওয়ান সঙ্গীত ১’ ও ‘দেওয়ান সঙ্গীত ২’ রোদ ব্যান্ডের ‘রোদ’, মিক্সড এ্যালবাম ‘পিঞ্জিরা’, চামেলী সিনহার ‘এক পালি চাঁদ’, এ্যান্ড্র কিশোর, তাজুল ইসলাম, রন্টি দাস এবং ফারহার ‘ফেসবুক’, গুণী ভাইজানের ‘কষ্টের ফেরিওয়ালা’, তৌফিক ইমামের ‘মনের কিছু কথা’, নাফিস ইকবালের কম্পোজিশনে মিক্সড এ্যালবাম ‘ন যাইও’, মিক্সড এ্যালবাম ‘এক বিন্দু’, শচি শামসের কম্পোজিশনে হোসাইন রনির গাওয়া এ্যালবাম ‘দুটি অন্তর’, নমনের কম্পোজিশনে সুসানের গাওয়া এ্যালবাম ‘আঁধার পেরিয়ে’, ট্রফি রেনারের কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া এ্যালবাম ‘নীল প্রহর’, সাজুর ‘কিশোরী ও কিশোরী’, তৌসিফের ‘অবশেষে’, ব্যান্ড মিক্সড এ্যালবাম ‘তুচ্ছতা’, মিক্সড এ্যালবাম ‘আত্মকথন’, শেখ মহসিনের ‘জলের আয়না’, শানের কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া এ্যালবাম ‘তুমি এলে’, মিক্সড এ্যালবাম ‘প্রণয়’, আসিফ আলতাফের ‘প্রেমিকা নাকি বন্ধু’, ফারাবি এবং এম আর হেলালের ‘একটু সময়’, তন্ময় তানসেনের ‘আজ কথা ছিল’, জিমি শাহের ‘মাধুরির নাচ’, আল মামুনের ‘ও প্রিয়া কিছু বল’, তানভীর তমালের ‘মা তুমি’, শুভ এবং জেরিন তুবার ‘তোর জন্যে মন’, অনন্যা রুমা এবং রেক্র ডিসুজার ‘এই যে শোন শোন’, শতাব্দী ভবর ‘সানজানা’, এ আর হাসানের ‘লুকোচুরি গল্প’, জি এম রনির ‘রোজা’, মেহদীর কম্পোজিশনে মিজানের ‘তুমি রৌদ্দুর’, রফিক সাদীর ক্লান্ত পথিক’, আরিফ মাহমুদের ‘মায়াবী রাতে’ ও ‘তুমি নেই’, টি এম রাসেলের ‘ভালবেসে কি পেলাম’, এফ এ সুমনের ‘উজানে তীর খুঁজি’, এম আই মিঠুর ‘বন্ধু সাড়া দাও’, মাহবুব মিনেলের ‘উপরের ঠিকানাতেই আছি’, রেদোয়ানের রেদোয়ান মিক্স ২’, রেদোয়ানের ‘আমার মনের আঙ্গিনায়’, লুৎফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, রানা স্বাধীনচেতার ‘মানচিত্র’ গানের মিউজিক ভিডিও।
×