ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘরোয়া পদ্ধতিতে ঘর পরিষ্কার

প্রকাশিত: ০৭:০৩, ১৯ জুন ২০১৭

ঘরোয়া পদ্ধতিতে ঘর পরিষ্কার

আমাদের সবাই নিজের থাকার ঘর বাড়ির প্রতি বেশ যতœবান। ঘরবাড়ি ঝকঝকে সাফ রাখতে কে না চায়। তবে বাজারচলতি ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করায় লাভের চেয়ে ক্ষতিই হতে পারে বেশি। কারণ, এ ধরনের ক্লিনারে থাকে ক্ষতিকারক টক্সিক কেমিক্যাল। যার থেকে দূষণ ছড়াতে পারে। এমনকি, আপনার শরীরেও এর হানিকারক প্রভাব পড়তে পারে। অথচ ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখতে এসব ক্লিনার ছাড়াও গতি নেই। তবে উপায়? তা কিন্তু আছে আপনার হাতেই। বেশ কিছু ঘরোয়া উপায়ে আপনি নিজেই ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারেন। গ্যালারিতে রইল তারই কয়েকটি হদিস। জানলার কাচের ধুলোময়লা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলুন এ্যামোনিয়ার মিশ্রণ। ১০ ভাগ জলে এক ভাগ এ্যামোনিয়া মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে কাচের জানালা ঘষে নিন। এবার একটি পেপার টাওয়েল দিয়ে ভাল করে কাচ মুছে নিন। আলু দিয়েও কাচ পরিষ্কার করতে পারেন। একটি আলু কেটে কাচের ওপর ঘষে নিন। এর পর শুকনো কাপড় দিয়ে জানালার কাচ মুছে নিন। আপনার ঘরের মেঝে পরিষ্কার করতে বাড়িতেই বানাতে পারেন ফ্লোর ক্লিনার। আয়না ঝকঝকে রাখতে জানালার কাচের মতোই এ্যামোনিয়ার মিশ্রণ কাজে লাগাতে পারেন। তবে সেই মিশ্রণে ঢেলে দিন দু’টেবল চামচ এ্যালকোহলও। এবার তা আয়নায় স্প্রে করে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন। শাক-সবজি কাটার পর কাটিং বোর্ডে অনেক সময়ই বেশ দাগছোপ পড়ে যায়। ওই দাগছোপ ওঠাতে একটি লেবু কেটে কাটিং বোর্ডের ওপর তা ঘষে নিন। এবার তার ওপর খানিকটা লবণ ছিটিয়ে দিন। ৫-১০ মিনিট সেভাবেই রেখে ফের লেবু ঘষে নিন। এরপর গরম জলে কাটিং বোর্ডটি ধুয়ে নিন। দেখবেন সব দাগছোপ গায়েব হয়ে গিয়েছে। ফ্রিজের ভেতরের দুর্গন্ধ তাড়াতে জলের মধ্যে মুসাম্বির রস মিশিয়ে নিন। এতে খানিকটা বেকিং সোডাও মেশাতে পারেন। এবার সেই মিশ্রণ দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। দুর্গন্ধ তো দূর হবেই, সে সঙ্গে ফ্রিজও থাকবে ঝকঝকে। বাড়িতে কার্পেট থাকলে তাতে সহজেই ধুলোময়লা জমে যায়। কার্পেট পরিষ্কার রাখতে তার ওপর খানিকটা বেকিং সোডা ও কর্নস্টার্চ ছড়িয়ে দিন। মিনিট ১৫ রেখে কার্পেটের ওপর ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে নিন। এতে কার্পেটের ধুলোময়লা ছাড়াও দুর্গন্ধ দূর হবে। মাইক্রোওয়েভ ওভেনে পরিষ্কার করতে বেকিং পাউডারের মিশ্রণ খুবই কাজে আসে। এককাপ বেকিং সোডার সঙ্গে আধাকাপ জল মিশিয়ে সেই মিশ্রণটি ওভেনের ভেতরে মিনিট ১৫ মাখিয়ে রাখুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। এবার ওভেনে হোয়াইট ভিনিগার স্প্রে করে মিনিট ১৫ রেখে একটি শুকনো কাপড় দিয়ে তা মুছে ফেলুন। ওভেন থাকবে ঝকঝকে পরিষ্কার। বাথরুমের মেঝের মতোই শাওয়ার এরিয়ার টাইলস ও কাচের দরজায় জলের দাগ বসে যায়। ওই দাগ ওঠাতে একটি টুথব্রাশে সামান্য বেকিং সোডা মাখিয়ে তা দিয়ে টাইলস ও কাচের দরজায় ঘষতে থাকুন। খানিকক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন। এরপর সপ্তাহে একবার একটি লেবু কেটে তা দিয়ে টাইলস ও কাচের দরজা ঘষে নিন। ১০-১৫ মিনিট সে অবস্থায় রেখে জল দিয়ে ধুয়ে নিন। শাওয়ার টাইলস ও কাচের দরজা দেখাবে নতুনের মতো।
×