ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট

প্রকাশিত: ০৬:৫৮, ১৯ জুন ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ঠিকানায় পাঠিয়েছে। সূত্র জানায়, শেয়ারহোল্ডারদের ঠিকানায় ইতোমধ্যে লভ্যাংশ পাঠিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯৮ টাকা ৯৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার জমি কিনেছে সিটি ক্যাপিটাল পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড (সিবিসিআরএল) ১২ কাঠা জমি কিনছে। যার বাজারমূল্য ৪০ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ২৯৮ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিটি ব্যাংকের কাছ থেকে এই জমি কেনা হবে। উত্তরার আব্দুল্লাহপুরে নির্মাণাধীন প্রকল্পসহ জমির পরিমাণ ১২ কাঠা। এই দরে জমিটি বিক্রি করতে পারলে সিটি ব্যাংকের ২৬ কোটি ৫ লাখ ১২ হাজার ৬০০ টাকা মুনাফা হবে বলে জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×