ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিবির ২ সহযোগীর হিসাব খুলে দিতে চিঠি

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ জুন ২০১৭

আইসিবির ২ সহযোগীর হিসাব খুলে দিতে চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ২ সহযোগী প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এক চিঠিতে আইএফআইসি ব্যাংকের কাছে এই অনুরোধ জানিয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। এর আগে ব্যাংক হিসাব জব্দ করার পরিপ্রেক্ষিতে কর-বিরোধ নিরসনে জরুরী উদ্যোগ নেয় আইসিবির দুই সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। এর অংশ হিসেবে কর আপীল ট্রাইব্যুনালে রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দাবির বিরুদ্ধে আপীল করে কোম্পানি দুটি। উল্লেখ, বকেয়া করের দায়ে গত বৃহস্পতিবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট-এলটিইউ কোম্পানি দুটির ব্যাংক হিসাব জব্দ করে। এনবিআরের দাবি, দীর্ঘদিন ধরে কোম্পানি দুটির কাছে ১৩০ কোটি টাকার কর বকেয়া রয়েছে। কিন্তু তারা তা পরিশোধ করছে না। এর মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছে এনবিআরের পাওনা ৭৮ কোটি টাকা; আর আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির কাছে ৫২ কোটি টাকা। এ বিষয়ে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। যে বকেয়া করের কথা বলা হচ্ছে তা ২০০৩-০৪ অর্থবছরের। তিনি বলেন, ওই সময়ে সকল বিনিয়োগকারীদের ক্ষেত্রে মূলধনী মুনাফা ছিল করমুক্ত। এনবিআর আমাদের কাছে যে ৭৮ কোটি টাকার কর বকেয়া রয়েছে বলে দাবি করছে, তার মধ্যে ৬০ কোটি টাকা ধরেছে মূলধনী মুনাফা হিসেবে। যেহেতু ওই সময়ে মূলধনী মুনাফা কর প্রযোজ্য ছিল না, তাই করের হিসাবটা সঠিক নয়। সোহেল রানা আরও বলেন, গত বৃহস্পতিবারই আমরা বিষয়টি জেনেছি। কিন্তু সেদিন আপীল করার মতো সময় না থাকায় সেটি করা যায়নি।
×