ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ জুন ২০১৭

টুকরো খবর

যুবলীগের হামলায় আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ জুন ॥ সিংড়ায় পূর্ব বিরোধের জেরে আনোলিয়া গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ কর্মীরা। এ ঘটনায় ওই গ্রামের ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৮ মে আনোলিয়া গ্রামের মাহাবুর রহমানের সঙ্গে একই গ্রামের মহব্বত হোসেনের কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ঘটনাটি হাতাহাতিতে রূপ নেয়। পরে মাহাবুর রহমান ভাড়া করে সিংড়া থেকে পৌর যুবলীগ কর্মী সম্রাট হোসেনের নেতৃত্বে ৫ থেকে ৬টি মোটরসাইকেল নিয়ে ওই গ্রামে যায়। এ সময় গ্রামবাসীরা ভাড়াটে সন্ত্রাসীদের মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর থেকেই আনোলিয়া গ্রামবাসীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল ভাড়াটে সন্ত্রাসীরা। হুমকির কারনে আনোলিয়া গ্রামবাসীরা এক রকম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন জীবন-যাপন করে আসছিল। শনিবার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী গেলে, সেখানে আনোলিয়া গ্রামবাসী প্রতিমন্ত্রীকে বিষয়টি অবগত করেন। পরে প্রতিমন্ত্রী রবিবার তাদের মীমাংসা করে দেয়ার জন্য উপজেলা সদরে আসতে বলে। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী আনোলিয়া গ্রামবাসী ৫ থেকে ৬টি নসিমন নিয়ে উপজেলা সদরে আসছিল। এ সময় খবর পেয়ে জলারবাতা এলাকায় যুবলীগ কর্মী সম্রাট ও কাওছার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের বাহিনী নসিমন গতিরোধ করে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে গ্রামবাসীকে গণপিটুনি দেয়। এ সময় মহাব্বত হোসেন নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা ও বাম হাত ভেঙ্গে দেয়া হয়। আহত হন, সিদ্দিক রহমান, আব্দুল মতিন, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, আফসার হোসেন, নাজমুল হোসেন, মিন্টু, জামাল হোসেন, আব্দুল জলিল, মুকুল হোসেন, উজ্জ্বল, আলম ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ কমপক্ষে ১৫ জন। নিখোঁজ শিশু তিন বছর পর উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৮ জুন ॥ পার্বতীপুর শহরের দুস্থ এতিম আবাসিক বিদ্যালয় থেকে ৩ বছর আগে দশ বছরের শিশু আবুল হায়াত শনিবার গভীর রাতে উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিআইডির এসআই জাহিরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের সিআইডি টিম পার্বতীপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর বাজারের পূর্ব পাশের্^ রাস্তা থেকে রাত দেড়টায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় বাড়ির দিকে পথ চলতে দেখে নিরাপত্তাজনিত কারণে শিশুটিকে বাজারের পাহারাদার নিজ হেফাজতে রাখে। পরে সিআইডি টিমের হাতে ন্যস্ত করে। রাতেই শিশুটিকে গ্রামের বাড়ি দলাইকোটা মোছাব্বর হাজীর পাড়ায় (মধ্যপাড়া কঠিন শিলা খনিসংলগ্ন) নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা-বাবা, নানীসহ আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাত শেষে রবিবার ভোর বেলা পার্বতীপুর মডেল থানায় আনা হয়। ছাগলকাটি জলমহাল ইজারা প্রদানের দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জুন ॥ সুন্দরগঞ্জ উপজেলার গারখান ছাগলকাটি জলমহাল ইজারা প্রদানের দাবিতে রবিবার ডিবি রোডে রামজীবন ইউনিয়নের ভবানীপুরের মৎস্যজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা ফোরাম সদস্য এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, আবু বকর সিদ্দিক, সুকুমার চন্দ্র মোদক, সাবেক বাসদ নেতা সাদেকুল ইসলাম গোলাপ, প্রবীর চক্রবর্ত্তী, মৎস্যজীবীর সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ, সাধারণ সম্পাদক সুধীন দাস প্রমুখ। বক্তারা বলেন, ভবানীপুর মৎস্যজীবী সমিতি কয়েক যুগ ধরে গারখান ছাগলকাটি জলমহাল ইজারা নিয়ে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে। সমিতির সদস্যরা সবাই প্রকৃত জেলে। কিন্তু গত চৈত্র মাসে যখন জলমহাল ইজারা দেয়া হয়, তখন বাজারপাড়া মৎস্যজীবী সমিতির নামে একটি ভুইফোঁড় সংগঠন প্রতারণামূলকভাবে গারখান ছাগলকাটি জলমহাল ইজারা নেয়। ওই সমিতির সদস্যরা প্রকৃত জেলে নয়। তারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। বাজারপাড়া মৎস্যজীবী সমিতিতে যেসব জেলের নাম আছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সরকারী চাল দেয়ার কথা বলে তাদের ন্যাশনাল আইডিকার্ড নেয়া হয়েছিল। কিন্তু তারা ওই সমিতিতে স্বাক্ষর করেনি। ওই সমিতিতে প্রকৃত জেলে হিসেবে যাদের নাম আছে তাদের স্বাক্ষর ভুয়া। মাগুরায় আরও ৫০ সিসি ক্যামেরা স্থাপন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৮ জুন ॥ নিরাপত্তার জন্য মাগুরায় আরও ৫০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর ফলে সিসি ক্যামেরা সংখ্যার দাঁড়াবে ৬৫০টি। এর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। অপরাধপ্রবণতা কমেছে। জানা গেছে, শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড, চৌরঙ্গী মোড়, সাব-রেজিস্ট্রি মোড়, ভায়না, জজকোর্টের সামনে, সরকারী মহিলা কলেজ গেট, এসপি অফিস, প্রেসক্লাব, বিভিন্ন ব্যাংক, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন এলাকায় ৬০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার জন্য মাগুরায় আরও ৫০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতাসহ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ জুন ॥ পদ্মা সেতুর পাথর লোড আনলোড ও ক্যারিং-এর সঙ্গে যুক্ত যুবলীগ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ফরিদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদ নাঈম জাহান লিপনসহ যুবলীগের পাঁচজন আহত হয়েছেন। রবিবার বেলা ১০টার দিকে ফরিদপুর রেল স্টেশনের পাশে পাথরখোলায় এলএমকেএস এন্টারপ্রাইজের অফিস ও লেবার শেডে এ হামলার ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত নাঈমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। এলাকাবাসী জানান, রবিবার সকাল ১০টার দিকে প্রায় অর্ধশত যুবক লোহার রড, পাইপ, দেশীয় ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে ফরিদপুর রেল স্টেশনের পাশে পাথরখোলায় এলএমকেএস এন্টারপ্রাইজের অফিস ও লেবার শেডে হামলা চালায়।
×