ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেশবপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ জুন ২০১৭

কেশবপুর পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৮ জুন ॥ কেশবপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের প্রায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌরসভার সভা কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। ঘোষিত বাজেটে ২০১৭-১৮ অর্থবছরে পৌরসভার সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৪৩২ টাকা ও সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ১২ লাখ ১ হাজার ৪৩২ টাকা। নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেট করা হয়েছে। কর আদায়কারী পলাশ সিংহের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন পৌর সচিব হারেস উদ্দীন, নির্বাহী প্রকৌশলী ইমামুল হক, কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও মশিয়ার রহমান, অধ্যাপক অসিত মোদক, শিক্ষক বজলুর রহমান খান। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কোন ধরনের নতুন কর কিংবা ফি বৃদ্ধি না করেই কলাপাড়া পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরে ৮০ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৪৯৫ টাকার উদ্ধৃত্ত বাজেট পেশ করা হয়েছে। রবিবার শেষ বিকেলে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে তিন কোটি ৩৭ লাখ ২৮ হাজার পাঁচ শ’ টাকা। দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক’র পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। সিলেটের ডাক পত্রিকার প্রকাশক আবদুল হাই সাজাপ্রাপ্ত হওয়ায় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। আইনত, প্রকাশক সাজাপ্রাপ্ত হলে পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যায়। ডিক্লারেশন বাতিলের বিষয়টি রবিবার শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন সিলেটের ডাক পত্রিকার কার্যালয়ে জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানান, হাইকোর্ট থেকে এক ব্যক্তি উকিল নোটিস পাঠিয়েছেন। এর প্রেক্ষিতে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। ৫১২ পরিবারে বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার বেলকুচি উপজেলার দুটি গ্রামে ৫১২ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। এছাড়া ৮টি বাণিজ্যিক ও ৬টি সেচ সংযোগ দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য শিল্পপতি আলহাজ আব্দুল মজিদ ম-ল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২’র আওতায় উপজেলার সদর ইউনিয়নের দেলুয়া গ্রামে ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাস খামার উল্লাপাড়া গ্রামে ১ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকার নির্মিত ৬.১৬৩ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়। উপজেলার দেলুয়া গ্রামের ঈদগাঁ মাঠে বিদ্যুত উদ্বোধন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মজিদ ম-ল। জঙ্গীর আত্মসমর্পণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জুন ॥ পলাতক এক জেএমবি সদস্য আদালতে আত্মসমর্পণ করেছে। সে কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান (৫০)। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে হাজির হয়ে সে জামিনের আবেদন করে। আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, আতাউর রহমান জেএমবির তালিকাভুক্ত সদস্য। সে কালিহাতী থানায় ২০১৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পলাতক ছিল। টাঙ্গাইলে আহত চালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জুন ॥ সখীপুরে গুরুতর আহত সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চালক আবদুল জলিল (২৫) বাসাইল উপজেলার রাশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় লাঙ্গুলিয়া এলাকায় ছিনতাইকারীরা তার গলাকেটে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করে। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, আহত চালক জলিল ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আটক দুজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, শনিবার বিকেলে তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে জলিলের সিএনজি ভাড়া নিয়ে সখীপুরে যাবার কথা বলে লাঙ্গুলিয়া এলাকায় বনের কাছে নিয়ে চালকের গলাকেটে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। ট্রেনে কাটা পড়ে নিহত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জুন ॥ গোপালপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মোহাইল গ্রামে। নিহত সুজাত আলীর (৪৫) বাড়ি একই গ্রামে। তার বাবার নাম তোতা মিয়া। পুলিশ জানায়, ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামের সুজাত আলী ভোরে সেহরি খাবার পর মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোন খবর পাওয়া যায়নি।
×