ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় জেলেকে কুপিয়ে সাগরে নিক্ষেপ ॥ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জুন ২০১৭

কলাপাড়ায় জেলেকে কুপিয়ে সাগরে নিক্ষেপ ॥ গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ জুন ॥ দুই ট্রলারের জেলেদের সংঘর্ষে এক জেলেকে কুপিয়ে সাগরে নিক্ষেপ করা হয়েছে। নিহত জেলের লাশ শনিবার শেষ বিকেলে মহিপুর থানা পুলিশ উদ্ধার করেছে। একই সঙ্গে খুনের অভিযোগে রাঙ্গাবালী উপজেলার চরবাংলা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেÑ আক্কাস গাজী, আলমগীর ও রিয়াজ। পুলিশ জানায়, ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে সাগরে মাছ শিকারকালে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের আনোয়ার গাজী ও সালাম গাজীর ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। আনোয়ার গাজীর ট্রলারের ওপর সালাম গাজীর ট্রলারটি স্রোতের টানে উঠে যায়। এ নিয়ে উভয় ট্রলারের জেলেরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে জেলে মন্নান সরদার গুরুতর জখম হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে সাগরে ফেলে দেয়া হয়। এরপর থেকে মন্নান সরদার নিখোঁজ ছিল। শনিবার বিকেলে গঙ্গামতির চরে লাশটি ভেসে আসে। মহিপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান লাশ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত লাশের শরীরে ৬টি কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করতে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিয়ে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ জুন ॥ জেলার স্বাস্থ্য সেবা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইপিআই সম্মেলন কক্ষে ১১টি উপজেলার টিএইচও, ডাক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে করণীয় শীর্ষক কর্মপরিকল্পনা ও স্বাস্থ্য সেবার নানামুখী সঙ্কট ও সম্ভাবনা নিয়ে তিন ঘণ্টাব্যাপী মুক্ত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর নাহার বেগম (শাহানা রব্বানী)। ট্যুরিজম প্রশিক্ষণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ট্যুরিজম বিষয়ক পাঁচ দিনব্যাপী স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স রবিবার সকালে খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে উদ্বোধন করা হয়েছে। উন্নত অতিথি সেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর ফসিউর রহমান, সিনিয়র প্রশিক্ষক বেগম জাহানারা খানম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (খাদ্য ও পানীয় পরিবেশনা) খন্দকার সাজ্জাদুল গণি।
×