ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাঙ্গরের সঙ্গে ফেলপসের লড়াই

প্রকাশিত: ০৬:১৩, ১৯ জুন ২০১৭

হাঙ্গরের সঙ্গে ফেলপসের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ জলদানব মাইকেল ফেলপস। অসামান্য সব কীর্তি গড়ে পুলকে বিদায় বলে দিয়েছেন আরও আগেই। তবে এবার নতুন করে শিরোনামে এলেন আমেরিকান কিংবদন্তি। এবার সাদা হাঙ্গরের সঙ্গে লড়াই করবেন অলিম্পিকে ২৩ স্বর্ণপদক জয়ী এই সাতারু। অনেকের কাছেই তা অবিশ্বাস্য মনে হতে পারে। তবে বাস্তবে এমনটাই হতে চলেছে। আগামী জুলাইয়ে ফেলপসকে দেখা যাবে হাঙ্গরের সঙ্গে লড়াই করতে। ফেলপসের গতি প্রতি ঘণ্টায় ছয় মাইল। আর সাদা হাঙ্গরের গতি প্রতি ঘণ্টায় ২৫ মাইল। মূলত ডিসকভারি চ্যানেলের ‘শার্ক উইক’ উদযাপনের অংশ হিসেবেই এই অভিনব প্রতিযোগিতার পরিকল্পনা। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে সফল সাঁতারু সাগরের সবচেয়ে হিংস্র প্রাণীর বিরুদ্ধে নামছেন। যে অনুষ্ঠানটির নাম, ‘ফেলপস বনাম শার্ক : গ্রেট গোল্ড বনাম গ্রেট হোয়াইট।’ গত বছর ব্রাজিলের রিও অলিম্পিকের শেষেই পুলকে বিদায় বলে দেন মাইকেল ফেলপস। এর ফলে জলদানবের সাঁতার প্রতিযোগিতা নিঃসন্দেহেই মিস করতে যাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। ২০২০ সালে জাপানের রাজধানীতে অনুষ্ঠিত হবে ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক। সেখানে অবশ্য থাকছেন ফেলপস। প্রতিযোগিতায় অংশ নিতে নয় বরং নিজের ব্র্যান্ডের প্রচারণার অংশ হিসেবেই জলদানবকে দেখা যাবে টোকিও অলিম্পিকে।
×