ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হতাশ স্টিভ ও’কেফের প্রশ্ন

প্রকাশিত: ০৬:১৩, ১৯ জুন ২০১৭

হতাশ স্টিভ ও’কেফের প্রশ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ায় প্রশ্ন তুলেছেন স্পিনার স্টিভ ও’কেফে। ভারত সফরে ম্যাচ জেতানো পারফর্মেন্সের পরও তার পরিবর্তে এ্যাস্টন এ্যাগারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই সিএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাচক ট্রেভর হোনসের কাছে প্রশ্ন তুলেছেন ও’কেফে। দুই টেস্টের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাদ পড়ে স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ এ বাঁহাতি স্পিনার। কেননা ক’মাস আগেই ভারত সফরে ২৩.২৬ গড়ে ১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। যেখানে এক টেস্টেই তার শিকার ছিল ১২টি উইকেট। বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হোনসের কাছে ও’কেফের প্রশ্ন, এ্যাগার তার মতো একই রকম বাঁহাতি স্পিনার হয়েও কিভাবে দলে সুযোগ পায়? যেখানে প্রথম শ্রেণীর ৪৪টি ম্যাচ খেলে ৪০.২৪ গড়ে ১১৪টি উইকেট পেয়েছে এ্যাগার। আর দুই টেস্টে উইকেট নিয়েছেন দুটি। অন্যদিকে ও’কেফে ৭০টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৩.৭ গড়ে ২৪৪টি উইকেট নিয়েছেন। আর ৮ টেস্টে ২৭.৩ গড়ে পেয়েছেন ৩৩টি উইকেট। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২২-২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। এরপর মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। ও’কেফে বাদ পড়ার পাশাপাশি বিশ্রাম দেয়া হয়েছে পেস তারকা মিচেল স্টার্ককে। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুত রাখতেই দলের সেরা পেসারকে এই সফরে রাখা হয়নি।
×