ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ হতে ‘শেবাগ’ নামটাই যথেষ্ট

প্রকাশিত: ০৬:১১, ১৯ জুন ২০১৭

কোচ হতে ‘শেবাগ’ নামটাই যথেষ্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিরেন্দর শেবাগ। মাঠের ক্রিকেটে যতদিন ছিলেন প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। বাইরেও কম যাচ্ছেন না। ক্যারিয়ারের শেষ দিকে দল থেকে বাদ পড়ায় নির্বাচকদদের এক হাত নিয়েছিলেন। নতুন খবর বিরাট কোহলিদের কোচ হতে নাকি দুই লাইনের আবেদন করেছেন সাবেক এই ব্যাটসম্যান। স্থানীয় সংবাদ মাধ্যমের এমন খবরে বেজায় চটেছেন শেবাগ। বলেছেন, ‘ভারতের কোচ হতে যদি দুই লাইনের সিভি পাঠাতাম সেটিরও প্রয়োজন হতো না। কারণ আমার নামটাই যথেষ্ট।’ অবশ্য দাম্ভিকতা করে নয়, মিডিয়ায় বিভ্রান্তিকর খবরের জের ধরে ক্ষোভের সঙ্গে এমনটা বলেন শেবাগ। অনিল কুম্বলের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি নিয়ম অনুযায়ী কোচ হতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেয় ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। ক’দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হয় ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে পূর্ণ সিভি না পাঠিয়ে শেবাগ নাকি দুই লাইনের একটি চিঠি পাঠিয়েছেন। আর তাতে খোদ বিসিসিআই অবাক হয়েছে। আরও প্রকাশিত হয় চিঠিতে শেবাগ লিখেছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর (পরামর্শক) ও কোচ এবং ভারতীয় টিমের সবার সঙ্গে খেলেছেন। এবার ভারতের কোচ হতে আগ্রহী। শেবাগ বলেন, ‘মিডিয়া থেকে জানতে পারলাম আমার সিভি পাঠানোর বিষয়টি। জানতে পেরে বেশ খুশিই হয়েছি। কিন্তু আমি নাকি দুই লাইনের সিভি পাঠিয়েছি। যদি দুই লাইনের সিভি পাঠাতাম তাহলে শুধু আমার নামটাই তো যথেষ্ট ছিল।’ তবে কোচ হতে শেবাগ যে আবেদন করেছেন নতুন বক্তব্যে সেটি স্বীকার করেন শেবাগ। বিসিসিআই’র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ তখন জানায়, ‘দুই লাইনে শেবাগ তার আবেদনপত্র পাঠিয়েছেন। এর সঙ্গে কোন সিভি (জীবন বৃত্তান্ত) যুক্ত করা হয়নি। আমরা তাকে আবেদনপত্রের সঙ্গে দীর্ঘ সিভি পাঠাতে বলেছি। সর্বোপরি তিনি প্রথমবারের মতো সাক্ষাতকারে উপস্থিত হচ্ছেন।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বর্তমান হেড কোচ কুম্বলের সঙ্গে এক বছরের চুক্তি শেষ হবে। তাকে নতুন করে আবেদন করতে হচ্ছে না। গত মাসে ভারতের কোচ পদে আগ্রহীদের আবেদন করতে আমন্ত্রণ জানায় বিসিসিআই। এ প্রক্রিয়ায় শুধু কুম্বলেকে সরাসরি যুক্ত করা হয়। রিচার্ড পাইবাস, টম মুডি, লালচাদ রাজপুত, ডোড্ডা গণেশ ও ক্রেইগ ম্যাকডারমট আবেদন করেছেন। উল্লেখ্য, শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণকে নিয়ে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার পরিচালনা করবেন এবং আবেদনকারীদের উপস্থাপনা দেখবেন।
×