ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোগলের সেরা একাদশে সাকিব

প্রকাশিত: ০৬:১১, ১৯ জুন ২০১৭

ভোগলের সেরা একাদশে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর ওয়ানডে ফরমেটে আইসিসির সেরা আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফর্মেন্সের ওপর ভিত্তি করে সেরা একাদশ গড়েছেন হার্শা ভোগলে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকারের বেস্ট ইলেভেনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অবশ্য টুর্নামেন্টে টাইগার ওপেনার তামিম ইকবাল দুর্দান্ত পারফর্ম করলেও বাংলাদেশ থেকে কেবল অলরাউন্ডার সাকিব একাই ওই তালিকায় স্থান পেয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ হার্শা ভোগলের সেরা একাদশটি প্রকাশ করেছে। বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল পুরো আসরে অসাধারণ পারফর্মেন্স দেখিয়েও এই একাদশে জায়গা পাননি। ওপেনিং পজিশনে তিনি রেখেছেন দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ও ২৯ রান করে আউট হন সাকিব। বড় মঞ্চে বাংলাদেশের বড় তারকার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। সেমির আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে, কঠিন সেই ম্যাচেই জ্বলে ওঠেন সাকিব। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সঙ্গী মাহমুদুল্লাহর সঙ্গে গড়েন রেকর্ড দুই শতাধিক রানের জুটি। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হন সাকিব। কিউইদের বিপক্ষে পাওয়া স্মরণীয় জয়ই পরবর্তীতে বাংলাদেশকে সেমিতে তুলে দেয়। মূলত সেদিনের দুরন্ত ব্যাটিংয়ের জন্যই ভোগলের সেরা একাদশে সাকিব। যদিও সেমিতে ভারতের কাছে বড় হারের দিনে মাত্র ১৫ রান করে আউট হন তিনি। রোহিত-ধাওয়ান ওপেনিংয়ে তিন নম্বর পজিশনে আরেক ভারতীয় তারকা অধিনায়ক বিরাট কোহলিকে রেখেছেন ভোগলে। তার বিবেচনায় অধিনায়কও তিনিই। এছাড়া মিডল অর্ডারে দুই ইংলিশ ক্রিকেটার জো রুট ও বেন স্টোকসকে অন্তর্ভুক্ত করেছেন। আর প্রথমে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশী মুশফিকুর রহীমকে বিবেচনায় আনলেও শেষ পর্যন্ত এই জায়গায় রেখেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আসরে সেমি পর্যন্ত যদিও ধোনির পারফর্মেন্স খুব একটা ভাল নয়। আর সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশী অলরাউন্ডার সাকিবকে রেখেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ওই সেঞ্চুরির কারণেই বিশ্বসেরা অলরাউন্ডারকে হার্শা তার একাদশে রাখেন। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ইংলিশ ক্রিকেটার আদিল রাশিদ। তিন পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল, পাকিস্তানের হাসান আলী ও জুনায়েদ খান এই একাদশে জায়গা পান। ভোগলের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ॥ শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), সাকিব আল হাসান, আদিল রশিদ, মরনে মরকেল, হাসান আলী ও জুনায়েদ খান।
×