ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘নবম জাতীয় সংসদের আগের পরিস্থিতি চায় বিএনপি’

প্রকাশিত: ০৬:০৯, ১৯ জুন ২০১৭

‘নবম জাতীয় সংসদের আগের পরিস্থিতি চায় বিএনপি’

স্টাফ রিপোর্টার ॥ নবম জাতীয় সংসদের আগের পরিস্থিতিতে যে ধরনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে সে ধরনের নির্বাচন চায় বিএনপি। এ ছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনগুলোর সীমানা যেভাবে ছিল সেভাবেই সীমানা পুনঃনির্ধারণ চায় দলটি। এ ধরনের ব্যবস্থা করে নির্বাচনের আয়োজন করতেই নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে দলটি। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের সাংবাদিকদের ব্রিফিংকালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, গণতন্ত্রের স্বার্থেই আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ৫ জানুয়ারির মতো আর কোন নির্বাচন আমরা চাই না, দেশের মানুষও তা চায় না। এ কথাগুলো আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনঃনির্ধারণ করে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হয়েছে। আমরা আশা করি তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয় বেলা ২টায়। আর এ বৈঠক শেষ হয় বিকেল ৩টায়। বৈঠকে বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুর রশীদ সরকার ও ক্যাপ্টেন সুজাউদ্দিন। ২১ জুন ঢাকায় পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী ২১ জুন ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। এই দিবস উদ্যাপনে ঢাকায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে ভারতীয় হাইকমিশন। দিবসটি উপলক্ষে ২১ জুন বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছে। ভোর সাড়ে ৫টা থেকে চলবে এই অনুষ্ঠান। ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট ও সৌজন্যমূলক উপহার দেয়া হবে। আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।
×