ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন রণতরীতে মিলল নিখোঁজ সাত নৌসেনার লাশ

প্রকাশিত: ০৬:০৮, ১৯ জুন ২০১৭

মার্কিন রণতরীতে মিলল নিখোঁজ সাত নৌসেনার লাশ

জাপানে মার্কিন নৌবাহিনীর ইউএসএস ফিটজেরাল্ড রণতরীর সঙ্গে ফিলিপিনো কন্টেইনার জাহাজের ধাক্কা লেগে যুক্তরাষ্ট্রের যে সাতজন ক্রু নিখোঁজ ছিলেন তারা নিহত হয়েছেন। মার্কিন নৌবাহিনী ও জাপানের সংবাদ মাধ্যমগুলো এ কথা জানিয়েছে। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ সাত নৌসেনার খোঁজে অনুসন্ধান শুরু হয়। খবর বিবিসি অনলাইনের। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, রবিবার সকালে ক্ষতিগ্রস্ত জাহাজটির শোবার ঘর থেকে সাত নাবিকের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। সে সময় জাহাজের ঘরগুলো পানিতে ভরেছিল। দুর্ঘটনার সময় অধিকাংশ নাবিকই ঘুমিয়ে ছিলেন। মৃতদেহগুলো শনাক্তের জন্য জাপানের হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি জাহাজের ধাক্কা লাগার ফলে মার্কিন রণতরীটির এক পাশে ব্যাপক ক্ষতি হয়েছে। রণতরীটির কমান্ডিং অফিসার ব্রাইস বেনসনসহ তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাজ থেকে তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়। ফিলিপিন্সের পতাকাবাহী ৭৩০ ফুট লম্বা একটি বিশাল কন্টেইনার জাহাজের সঙ্গে মার্কিন এই যুদ্ধজাহাজটির ধাক্কা লাগে জাপানের ইয়োকোসুকার কাছে সমুদ্রে। শুক্রবার রাত দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর জাহাজটির নাম ইউএসএস ফিটজেরাল্ড এবং এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতাসম্পন্ন ৫০৫ ফুট দীর্ঘ একটি ডেস্ট্রয়ার। বলা হচ্ছে, ধাক্কা লাগার ২৫ মিনিট আগে কনটেইনার জাহাজটি আকস্মিকভাবে দিক পরিবর্তন করেছিল। যার কারণ এখনও জানা যায়নি। মার্কিন ডেস্ট্রয়ারটি কোথায় যাচ্ছিল তা-ও জানা যায়নি। তবে সেটি এখন ইয়োকোসুকা বন্দরে ফিরে এসেছে। এটি অতি উন্নত রাডার ব্যবস্থা সম্পন্ন একটি সর্বাধুনিক জাহাজ হলেও কি করে শান্ত সমুদ্রে এতবড় একটি কন্টেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লাগলো সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ৩০ হাজার টন ওজনের ফিলিপিনো কন্টেইনার জাহাজটিও টোকিও বন্দরে ফিরে গেছে। এতে ২০ জন ক্রু ছিল । ধাক্কা লাগার ফলে এ জাহাজটির তুলনামূলকভাবে কম ক্ষতি হয়েছে। নৌকায় পৃথিবী ভ্রমণ পলিনেশিয়ার একটি ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা কোন আধুনিক প্রযুক্তি ছাড়াই পৃথিবী ঘুরে শনিবার হাওয়াইয়ের হনুলুলুতে নোঙ্গর করেছে। পৃথিবী ঘুরে আসতে এটির তিন বছর সময় লেগেছে। ভ্রমণের সময় নৌকাটিকে সঠিক পথে পরিচালনা করতে এটির ক্রুরা তারা, বাতাস ও সমুদ্রের ঢেউয়ের সাহায্য নেন। ১৯৭০ সালে তৈরি নৌকাটি এই যাত্রায় প্রায় ৪০ হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দেয়।-বিবিসি বৃহস্পতির দুটি নতুন চাঁদ জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে অতি ক্ষুদ্র নতুন দুইটি চাঁদ আবিষ্কার করেছেন। নতুন উপগ্রহ দুইটি মাত্র ১ মাইল চওড়া। ক্ষুদ্র আকৃতির এ ধরনের চাঁদকে ‘মুনলেট’ বলা হয়ে থাকে। নতুন এ আবিষ্কারের ফলে বৃহস্পতির চাঁদের মোট সংখ্যা দাঁড়ালো ৬৯। উভয় চাঁদের কক্ষপথ খুবই প্রসারিত এবং বৃহস্পতি থেকে অনেক দূরে তাদের অবস্থান।- ডেইলি মেইল
×