ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও নিখোঁজ ৫৮

আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা পর্যাপ্ত ছিল না ॥ টেরেসা মে

প্রকাশিত: ০৬:০৭, ১৯ জুন ২০১৭

আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা পর্যাপ্ত ছিল না ॥ টেরেসা মে

লন্ডনে মঙ্গলবার মধ্যরাতের পর একটি বহুতল ভবনে আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত মানুষকে যে সহায়তা দেয়া হয়েছে তা পর্যাপ্ত ছিল না বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। অগ্নিকা-ে সহায় সম্বলহীন ও গৃহহারা হয়ে পড়া মানুষ এবং স্বেচ্ছাসেবীরা ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাতের পরই একটি বিবৃতি দিয়ে মে নিজেদের অপর্যাপ্ত সহায়তার কথা স্বীকার করেন। এদিকে, পুলিশ বলেছে, পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকা-ের ঘটনায় এখনও পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন সেই সংখ্যা স্পষ্ট নয়। -বিবিসি ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১০ ব্রাজিলে শনিবার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিয়াউই রাজ্যের ঝুঁকিপূর্ণ একটি পথ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, এটি একটি পর্যটনবাহী বাস বলেই মনে হচ্ছে। বাসটিতে কতজন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিউজ ওয়েবসাইট জিপি১ জানায়, এই রাস্তায় চলতি বছর ৩০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে রাস্তাটিকে ‘মৃত্যুর পথ’ বলা হচ্ছে। হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে গত বছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৪শ’ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। -এএফপি কলম্বিয়ায় শপিংমলে বোমা বিস্ফোরণে তিন নারী নিহত কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি শপিংমলে বোমা বিস্ফোরণে তিন নারী নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণাংশের আন্দিনো মলে নারীদের টয়লেটে বিস্ফোরিত বোমাটিতে আরও ১১ জন আহত হয়েছে। খবর বিবিসির। বাবা দিবসের আগের দিন হওয়ায় শপিংমলটিতে জনসমাগম বেশি ছিল। এর মধ্যেই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বোগোটার মেয়র এনরিক পেনালোসা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক ফরাসী নাগরিক রয়েছেন। তিনি শহরের একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর দুই জনের বয়স ২৭ ও ৩১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×