ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তোরাবোরা পুনর্দখল করল আফগান বাহিনী

প্রকাশিত: ০৬:০৭, ১৯ জুন ২০১৭

তোরাবোরা পুনর্দখল করল আফগান বাহিনী

আইএসের কাছ থেকে আফগানিস্তানের তোরাবোরা পার্বত্য এলাকা পুনরুদ্ধার করেছে আফগান সেনাবাহিনী। জঙ্গীরা পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকার দখল নেয়ার মাত্র দু’দিনের মাথায় সেটি পুনর্দখল করল কাবুল। খবর ইয়াহু নিউজের। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তারিক শাহ বাহরামি বলেছেন, পাহাড়ের গুহা ও টানেলগুলোতে ভয়াবহ সংঘর্ষের পর আইএসের কাছ থেকে নানগারহার প্রদেশের এই গুরুত্বপূর্ণ পাহাড়ী এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী তালেবান জঙ্গীদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে লড়াই করে গত বৃহস্পতিবার তোরাবোরা’র দখল নিয়েছিল আইএস। পাহাড়ী এই এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং তারা পাকিস্তান থেকে অস্ত্র আনা নেয়ার কাজে এই এলাকাটি ব্যবহার করে থাকে। বাহরামি জানিয়েছেন, তোরাবোরা’য় সেনাবাহিনীর পুনরুদ্ধার অভিযানে ২২ আইএস জঙ্গী নিহত ও ১০ জন আহত হয়েছে। তিনি অবশ্য সংঘর্ষে সেনাবাহিনীর পক্ষে সম্ভাব্য হতাহতের খবর জানাননি। আইএসের মূল তৎপরতা ইরাক ও সিরিয়ায় হলেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে গত কয়েক বছর ধরে তারা দেশটিতে ঘাঁটি গেড়েছে। আফগানিস্তানে তালেবানের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে তারা নিজেদের কথিত খেলাফতের ‘খোরাসান প্রদেশ’ প্রতিষ্ঠা করতে চায়। আইএস আফগানিস্তানের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ পর্যন্ত বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে। মার্কিন সামরিক ঘাঁটিতে আফগান হামলা তালেবান রবিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গার্দেজে পুলিশের প্রধান দফতরে হামলা চালানোর পর অন্তত ৩ পুলিশ ও ৪ জঙ্গী নিহত হয়েছে। জঙ্গীরা ভোর প্রায় ৬টা ১৫ মিনিটে আফগান ন্যাশনাল পুলিশের (এএনপি) প্রধান দফতরের সম্মুখ গেটে বোমা ছোড়ে। এর পরপরই বিস্ফোরণের প্রচ- শব্দ হয়। পার্শ্ববর্তী প্রাদেশিক পুলিশ স্টেশন ও পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র ভবনও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। -সিনহুয়া অনলাইন
×